• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

হাতে গিটার গালে চুমু! বৈশাখের বিদায় বেলায় রোমান্টিক ছবি শেয়ার করলেন ইমন-নীলাঞ্জন

Published on:

Iman chakraborty ইমন চক্রবর্তী Nilanjan Ghosh নীলাঞ্জন ঘোষ

টলিউডের বিখ্যাত গায়িকা ইমন চক্রবর্তী (Iman Chakrabory)। গত বছর এনগেজমেন্ট হয়েছিল এবছর ২রা ফ্রেবুয়ারী সামাজিক নিয়মে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি। জাতীয় পুরস্কার প্রাপ্ত গায়িকা জীবনসঙ্গী হিসাবে সুরকার নীলাঞ্জন ঘোষকে (Nilanjan Ghosh)। রেজিস্ট্রি বিয়ে থেকে শুরু করে সামাজিক বিয়ে ইমন ও নীলাঞ্জনের একাধিক ছবি ও ভিডিও ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়াতে। সেই সমস্ত ছবি দেখে ঢল নেবেছিল শুভেচ্ছা বার্তার।

বিয়ের আগে প্রি ওয়েডিং ফটোশুট করেছিলেন ইমন ও নীলাঞ্জন। দুজনের ফটোশুটের ছবিগুলি দারুন ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়াতে। মেহেন্দি গায়ে হলুদ ও বিয়ের একাধিক ছবি শেয়ার করেছিলেন ইমন নিজেই। বিয়ের সাজেও দারুন মানুয়েছিল ইমনকে। বিয়ের পর নিজেই বিয়ের ছবি শেয়ার করেছিলেন সোশাল মিডিয়াতে। সাথে একটি ভিডিও শেয়ার হয়েছিল যেখানে বিয়ের পর ‘টুম্পা সোনা দুটো হাম্পি দেনা’ গানে নাচতে দেখা গিয়েছিল নববধূ ইমনকে।

Iman Chakraborty ইমন চক্রবর্তী NIlanjan Ghosh wedding

বিয়ের পর হানিমুনে দার্জিলিং গিয়েচিলেন ইমন-নীলাঞ্জন। সেখান থেকে ঘুরে এসে ফের মিনি হানিমুনে গিয়েছিলেন পুরী। আর পুরীর সূর্য মন্দিরে লোকের ভিড়ের থেকে খানিক আড়াল হয়ে স্বামীকে আদরের চুমুতে ভরিয়ে দিয়েছিলেন ইমন। সম্প্রতি সেই ঘটনার পুনরাবৃত্তি দেখা গেল।

Iman chakraborty ইমন চক্রবর্তী Nilanjan Ghosh নীলাঞ্জন ঘোষ

আসলে স্বামী নীলাঞ্জনাকে নিয়ে ভালোবাসার ঘর বেঁধেছেন গায়িকা। তাই বৈশাখের বিদায়কালে একান্তে বরের গালে ভালোবাসার চুমু দিলেন গায়িকা ইমন। আর ইনস্টাগ্রামে সেই ছবি সরে করতেই মুহূর্তে ভাইরাল হয়ে পড়েছে ছবি। ছবিতে দেখাযাচ্ছে গিটার হাতে সানগ্লাস চোখে দাঁড়িয়ে রয়েছেন নীলাঞ্জন আর তার গালে চুম্বন করছেন ইমন। ছবিটি শেয়ার করে ক্যাপশনে গায়িকা লিখেছেন, ‘আই লাভ ইউ’।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥