• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

আগের সম্পর্কের তিক্ততা কাটিয়ে বিয়ে করতে চলেছেন ইমন! গায়িকার ব্যাচেলার পার্টি জমে ক্ষীর

Published on:

Iman Chakraborty

আগের সম্পর্কের তিক্ততা ছেড়ে বেরিয়ে হবু বর সুরকার নীলাঞ্জন ঘোষের (Nilanjan ghosh) সঙ্গে গাঁটছড়া বাঁধতে চলেছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত গায়িকা ইমন চক্রবর্তী (Iman Chakraborty)। পুজোতেই ফিল্মি কায়দায় নীলাঞ্জনের সঙ্গে বাগদান হয়েছে ইমনের। ইতিমধ্যেই খাতায় কলমেও বিয়ে সেরে ফেলেছেন ইমন নীলাঞ্জন, এবার কেবল পালা সামাজিক বিয়ের।

iman chakraborty nilanjan ghosh

নতুন বছরেই পুরোনো সমস্ত তিক্ততা কাটিয়ে নতুন জীবন শুরু করতে চলেছেন গায়িকা। আগামী মাসেই চারহাত এক হবে ইমন নীলাঞ্জনের। তাই চিরতরে আইবুড়ো নাম ঘোচার আগে জমিয়ে ব্যাচেলর পার্টি (Bachelor Party) সারলেন ইমন চক্রবর্তী।

iman chakraborty nilanjan ghosh Bachelor Party

কালো ওয়েস্টার্ন পোশাকে মাথায় গোলাপি হেয়ার ব্যান্ড পরে এদিনের ব্যাচেলর পার্টি মাতালেন ‘ব্রাইড টু বি’ ইমন চক্রবর্তী। খুব বেশি লোকজন নয় কাছের বান্ধবীর সঙ্গেই এদিনটা ফুরফুরে মেজাজে কাটিয়েছেন গায়িকা। সঙ্গে ছিল মানানসই দুই দুখানা কেক।

iman chakraborty

বিয়ের আগে ইতিমধ্যেই আইবুড়ো ভাত খাওয়ার রীতিও শুরু হয়েছে ইমন নীলাঞ্জনের। সেই ছবিও ভাইরাল হয়েছিল তুমুল। ভাত ৫ রকমের ভাজা, সর্ষে ইলিশ, কাতলা কালিয়া সহ একাধিক বাঙালি মেনুতে জমিয়ে আইবুড়ো ভাত খেয়েছেন গায়িকা-সুরকার।

iman hakraborty aiburobhat

আইবুড়ো ভাতের দিন কালো পাঞ্জাবি, কালো জহর কোট আর ডেনিমে সেজেছিলেন নীলাঞ্জন অন্যদিকে ইমন সেজেছিলেন শাড়ি আর সোনার গহনায়। গুরুজনেরা প্রাণভরে আশীর্বাদ করলেন হবু দম্পতিকে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥