• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

শুধু গাইতে না নাচতেও জানেন ইমন! কনের সাজে ‘টুম্পা’ ‘রঙ্গবতী’ গানে কোমর দোলালেন গায়িকা

Published on:

iman chakraborty dance

সম্প্রতি বিয়ে সেরে ফেলছেন টলিউডের গায়িকা ইমন চক্রবর্তী (Iman Chakraborty) এবং নীলাঞ্জন ঘোষ (Nilanjan Ghosh)। বিয়ে সেরে উঠেই নিজেই সুখবর জানিয়েছেন অনুরাগীদের। রজনীগন্ধার মালা, লাল রাঙা শাড়ি পরে নীলাঞ্জনের দিকে তাকিয়ে রয়েছেন ইমন। গায়িকা নিজেই এই ছবি ইন্সটাগ্রামের হ্যান্ডেলে শেয়ার করে ক্যাপশনে লিখছেন ‘জাস্ট ম্যারেড’। যে ছবি প্রকাশ্যে আসতেই শুভেচ্ছা বন্যা বয়ে গিয়েছে গায়িকার পোস্টে।

Iman Chakraborty ইমন চক্রবর্তী NIlanjan Ghosh wedding

তবে, এ ছিল আইনি বিয়ে বা সোজা ভাষায় বলতে গেলে রেজিস্ট্রি ম্যারেজ। তবে, বাঙালি বিয়ে কি আর রেজিস্ট্রিতে শেষ হয় নাকি! মেহেন্দি গায়ে হলুদ, শুভদৃষ্টি, সাত পাকে বাঁধা শেষে সিঁদুর দান এই সব না হলে ঠিক মানায় না। তাই রেজিস্ট্রির পরেই ধুমধাম করে সামাজিক ভাবে বাঙালি নিয়মে বিয়ে করছেন ইমন নীলাঞ্জন। বিয়ের দিন মেহেন্দি ও গায়ে হলুদের ছবি নিজেই শেয়ার করেছেন গায়িকা তার সোশ্যাল মিডিয়াতে।

Iman Chakraborty ইমন চক্রবর্তী NIlanjan Ghosh wedding

ইমন নীলাঞ্জনের বিয়ের দিনেরই একটি ভিডিও তুমুল ভাইরাল হয়েছে নেটপাড়ায়। যেখানে জনপ্রিয় বাংলা গান ‘টুম্পা সোনা’ (Tumpa), এবং রঙ্গবতী ( Rangabati) গানে কনের সাজেই চুটিয়ে নাচতে দেখা গিয়েছে ইমনকে। আর তার সাথে কোমড় দুলিয়েছেন জনপ্রিয় গায়ক সিধুও। গায়িকার এই নাচের ভিডিও ইতিমধ্যেই তুমুল ভাইরাল।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥