সম্পন্ন হল আইফা ২০২৩’র (IIFA 2023) বর্ণাঢ্য অনুষ্কা। সম্প্রতি আবু ধাবিতে বসেছিল জমকালো এই অনুষ্ঠানের আসর। সলমন খান থেকে শুরু করে ভিকি কৌশল হয়ে জ্যাকলিন ফার্নান্দেজ, অভিষেক বচ্চন- বলিউডের প্রায় সকল তারকা উপস্থিত হয়েছিলেন আইফার জমজমাট এই অনুষ্ঠানে। নাচে-গানে-মজায় গোটা একটা দিন কাটালেন তাঁরা। তবে শুধুমাত্র হাসি-মজাই নয়, লড়াইটা ছিল পুরস্কার জেতারও। সেখানে বাজিমাত করলেন কারা? টিভিতে সম্প্রচার হওয়ার আগেই বং ট্রেন্ডের প্রতিবেদনে তুলে ধরা হল বিজয়ীদের (IIFA 2023 Winners) নাম।
চলতি বছর আইফায় সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন ঋত্বিক রোশন (বিক্রম বেধা)। অপরদিকে সেটা অভিনেত্রীর পুরস্কার ছিনিয়ে নিয়েছেন আলিয়া ভাট (গাঙ্গুবাঈ কাঠিয়াওয়াড়ি)। চলতি বছর আইফায় সবচেয়ে বেশি পুরস্কার পেয়েছে আলিয়া-রণবীর অভিনীত ‘ব্রহ্মাস্ত্র’ ছবিটি। দ্বিতীয় স্থানে রয়েছে আলিয়ারই ‘গাঙ্গুবাঈ কাঠিয়াওয়াড়ি’।
বঙ্গ তনয়া মৌনী রায়ও এবার আইফার পুরস্কারে ভূষিত হয়েছেন। পার্শ্বচরিত্রে সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন তিনি। অপরদিকে একই বিভাগে সেরা অভিনেতা হয়েছেন অনিল কাপুর। সেরা পরিচালকের পুরস্কার গিয়েছে আর মাধবনের (রকেট্রি দ্য নাম্বী এফেক্ট) ঝুলিতে।
সেরা নবাগত অভিনেতার পুরস্কার জিতেছেন ইরফান খানের পুত্র বাবিল খান (কালা) এবং কলকাতার ছেলে শান্তনু মাহেশ্বরী (গাঙ্গুবাঈ কাঠিয়াওয়াড়ি)। সেরা নবাগতা অভিনেত্রী হয়েছেন খুশিলী কুমার (ধোকা অ্যারাউন্ড দ্য কর্নার)। সেরা প্লেব্যাক ক্যাটাগরিতে সেরার শিরোপা পেয়েছেন দুই বাঙালি শ্রেয়া ঘোষাল এবং অরিজিৎ সিং। এছাড়া সেরা সঙ্গীত পরিচালক এবং সেরা গীতিকার বিভাগেও দুই বাঙালিই জিতেছেন। এই দুই ক্যাটাগরিতে সেরা হয়েছেন যথাক্রমে প্রীতম এবং অমিতাভ ভট্টাচার্য। সেরা চলচ্চিত্র হয়েছে অজয় দেবগণের ‘দৃশ্যম ২’।
এছাড়া এই বছর দক্ষিণ ভারত এবং বলিউডের নামী অভিনেতা কমল হাসানকে লাইফটাইম অ্যাচিভমেন্ট পুরস্কারে ভূষিত করা হয়েছে। বর্ষীয়ান অভিনেতা যখন পুরস্কার নেওয়ার জন্য মঞ্চে উঠছিলেন, তখন সলমন সহ বাকি সকলকে উঠে দাঁড়িয়ে হাততালি দিতে দেখা যায়।
বর্ণাঢ্য আইফা ২০২৩ সঞ্চালনার দায়িত্ব দেওয়া হয়েছিল ভিকি কৌশল এবং অভিষেক বচ্চনকে। ‘মনমর্জিয়া’র তারকারা গোটা অনুষ্ঠান মাতিয়ে রেখেছিলেন নিজের দুর্দান্ত সঞ্চালনার মাধ্যমে। অপরদিকে বোনাস হিসেবে ছিল সলমন, জ্যাকলিন, নোরার দুর্ধর্ষ পারফরম্যান্স। সব মিলিয়ে, আবু ধাবিতে আয়োজিত আইফা ২০২৩ যে সুপারহিট তা আর বলার অপেক্ষা রাখে না।