বাংলা টেলিভিশনের দুনিয়ার অত্যন্ত পরিচিত নাম হল লীনা গঙ্গোপাধ্যায় (Leena Ganguly)। লীনা মানেই সেই গল্পে থাকবে অভিনবত্ব। লীনা মানেই সেখানে থাকবে নতুনত্বের ছোঁয়া। তাঁর ধারাবাহিকে নারী চরিত্রগুলিও অত্যন্ত বলিষ্ঠ হয়। সমাজে মেয়েদের প্রতিষ্ঠা করার কাহিনীই তিনি পর্দায় ফুটিয়ে তোলেন।
এবার বাস্তবেও সেই প্রমাণ আবারও মিলল। সদ্য শুরু হয়েছে নতুন একটি ধারাবাহিক ‘এক্কা দোক্কা’ (Ekka Dokka)। সেই ধারাবাহিকের মুখ্য চরিত্রে অভিনয় করছেন সোনামণি সাহা এবং সপ্তর্ষি মৌলিক। এবার সেই ধারাবাহিকের মাধ্যমেই ফের একবার সমাজে মেয়েদের প্রতিষ্ঠার প্রমাণ দিলেন লীনা।
এই ‘এক্কা দোক্কা’ ধারাবাহিকে একটি নেতিবাচক চরিত্রে দেখা যাচ্ছে সুজি ভৌমিককে (Suzi Bhowmik)। সে একজন রূপান্তরকামী নারী। এর আগেও অবশ্য তাঁকে অভিনয় করতে দেখেছেন দর্শকরা। তবে সেবার অবশ্য নারী চরিত্র নয়, তবে রূপান্তরকামীদের চরিত্রেই দেখা গিয়েছিল তাঁকে।
‘এক্কা দোক্কা’য় অভিনয় করার আগে সুজি ‘ফিরকি’ ধারাবাহিকে অভিনয় করেছিলেন। সেখানে নিজের অভিনয়ের মাধ্যমে দর্শকদের মুগ্ধ করেছিলেন তিনি। কিন্তু তা সত্ত্বেও এরপর থেকে সেভাবে কাজের সুযোগ পাচ্ছিলেন না সুজি। তাঁর প্রশ্ন ছিল, রূপান্তরকামীদের নিয়ে গল্প লেখা না হলে কি তাঁরা সুযোগ পাবেন না? এবার সেই উত্তর দিলেন লীনা।
দুর্দান্ত প্রতিভাবান এই অভিনেত্রীকে নিজের ‘এক্কা দোক্কা’ ধারাবাহিকে কাজের সুযোগ দিলেন লীনা। এই বিষয়ে এক নামী সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘ও নিজেও এমনই একটি মেয়ের চরিত্রে অভিনয় করেছিলেন। সুজির অভিনয় দেখে আমারও ভালোলেগেছিল। এখানে কারোর লিঙ্গ দেখে কাজের সুযোগ দেওয়া হয় না। এখানে প্রতিভা থাকলেই কাজ মেলে’।
এমন কাজের সুযোগ পেয়ে খুশি সুজি নিজেও। পোখরাজ এবং রাধিকার জীবনে ঝড় তুলতে আসছেন এই মহিলা নার্স। তিনি সংশ্লিষ্ট সংবাদমাধ্যমকে বলেন, ‘এবার মনে হচ্ছে আমার এতদিনের লড়াই সার্থক হয়েছে। শুধুমাত্র রূপান্তরকামীর চরিত্র ছাড়া অভিনয়ের সুযোগ পাব না, এই ধারণা যে ভাঙতে পেরেছি আমি তাতেই খুশি’।