• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

প্রেম চিরকালই কষ্টের! ঠিক সময়ে পছন্দের মেয়েকে বিয়ে করলে আজ নাকি দাদু হয়ে যেতেন সালমান খান

সালমান খান,বিয়ে,বিগবস,বলিউড,ভাইজান,salman khan,wedding,marriage,gossip,bollywood

তিন কাল গিয়ে এক কালে ঠেকতে চলল বলিউডের চুলবুল পান্ডে সালমান খানের (Salman khan) ,তবু এখনও আইবুড়ো নাম ঘুঁচলো না তার। বলিউডের মোস্ট এলিজেবল ব্যাচেলার বলা হয় তাকে। সম্প্রতি ৫৫ বছরে পা রেখেছেন তিনি , এখনও বড় পর্দায় তার দাপট অটুট। শুধু তাইই বা কেন বয়সের সাথে তার গ্ল্যামারে কিন্তু বিন্দুমাত্র পরিবর্তন আসেনি ,আজও ভাইজান শার্ট খুললে কত মহিলা ভক্তই যে জ্ঞান হারাবে তার ইয়ত্তা নেই।

কিন্তু এত কিছুর পরেও বিয়েটা আর করা হয়ে উঠল না তার। প্রেম কিন্তু জীবনে কম বার আসেনি, তবে কোনোটিই আর ছাদনা তলা অবধি পৌঁছায়নি। তাই তার বিয়ে নিয়ে আলাপ আলোচনা , চর্চা লেগেই থাকে। একবার একটি শো -তে নিজের প্রেম আর বিয়ে নিয়ে দুঃখের কথা জানিয়েছিলেন ভাইজান। ভালোতো তিনি অনেকবারই বসেছেন ,কিন্তু ভালো বসলেই তো আর কাছে পাওয়া যায়না।

Salman Khan Namashkar

বিগ বস 13-এ অজয় দেবগন এবং কাজলের সাথে খেলার সময় সালমান শেয়ার করেছিলেন তার বিচ্ছেদের কাহিনী। তিনি বলেছিলেন একটা মেয়ে ছিল জেক তিনি সত্যি সত্যিই ভীষণ ভালোবাসতেন। পছন্দও করতেন ,কিন্তু সেই মেয়েটি যদি তাকে প্রত্যাখান করে সেই ভয়েই কিছুই বলতে পারেননি অভিনেতা।

সালমান খান,বিয়ে,বিগবস,বলিউড,ভাইজান,salman khan,wedding,marriage,gossip,bollywood

সালমান বলেছিলেন যে তার তিন বন্ধুর মেয়েটির সাথে যোগাযোগ ছিল ,সেই সূত্রেই তিনি পরে জানতে পেরেছিলেন মেয়েটিও ভাইজানকে খুবই পছন্দ করতেন। এই সময়ই ভাইজান বলেন সেই সময় যদি তিনি এই প্রেমটা করতেন আজ তবে তিনি দাদু হয়ে যেতেন। কিন্তু তার বোধহয় ভাগ্যটাই খারাপ।

সালমান খান,বিয়ে,বিগবস,বলিউড,ভাইজান,salman khan,wedding,marriage,gossip,bollywood

এই ঘটনার ১৫-২০ বছর পরে নাকি সেই মেয়েটিকে সাথে দেখাও হয়েছিল সালমানের ,তখন সেই না হওয়া প্রেমিকা দিদিমা হয়ে গেছে। সুতরাং তার সাথে বিয়ে হলে সালমান ও দাদু হয়ে যেতেন। এই কথা বলেই হাসিতে ফেটে পড়েছিলেন সালমান খান।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥