• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বাংলা সিরিয়ালের নায়িকা থেকে বাংলাদেশের শাকিব খানের ‘প্রিয়তমা’! নতুন সফর নিয়ে অকপট ইধিকা

Published on:

Idhika Paul opens up about her journey as Shakib Khan's Priyatama 

বাংলা সিরিয়ালের (Bengali Serial) অত্যন্ত জনপ্রিয় একজন অভিনেত্রী হলেন ইধিকা পাল (Idhika Paul)। জি বাংলার জনপ্রিয় সিরিয়াল রিমলির হাত ধরে ছোট পর্দায় প্রথম অভিনয়ে হাতেখড়ি হয়েছিল ইধিকার। পরবর্তীতে জি বাংলারই  আরো একটি জনপ্রিয় ধারাবাহিক পিলুতে দ্বিতীয় প্রধান নায়িকা রঞ্জা চরিত্রে অভিনয় করে নিজের সাবলীল অভিনয় গুণেই তিনি মন জয় করে নিয়েছিলেন বাংলা সিরিয়ালের দর্শকদের।

ছোট পর্দার নায়িকা থেকে এবার এই অভিনেত্রী এখন বড়পর্দায় বাংলাদেশের জনপ্রিয় নায়ক শাকিব খানের প্রিয়তমা। সম্প্রতি জনপ্রিয়  ইউটিউব চ্যানেল টলি টাইমের সাথে এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছেন এই সিনেমার জন্য তিনি নাকি বাংলাদেশে ৪০ দিন কাটিয়ে এসেছিলেন। প্রসঙ্গত শটিং শুরুর আগেই ইধিকাকে নিয়ে তুমুল সমালোচনা হয়েছিল সোশ্যাল মিডিয়ায়।

বাংলা সিরিয়াল,Bengali Serial,ইধিকা পাল,Idhika Paul,বাংলাদেশ,Bangladesh,শাকিব খান,Shakib Khan,প্রিয়তমা,Priyatama

বাংলা দেশের সিনেমাপ্রেমীদের একটা বড় অংশ ইধিকাকে শাকিব খানের মতো নায়কের বিপরীতে নায়িকা হিসাবে একেবারেই মেনে নিতে পারেননি।  যদিও সেসময় অভিনেত্রী জানিয়েছিলেন তিনি তাঁর অভিনয় দিয়েই সকলের মন জয় করে নেওয়ার চেষ্টা করবেন। প্রসঙ্গত প্রিয়তমার কাজ শুরু হওয়ার পর মাঝে একসময় শোনা গিয়েছিল ইধিকা নাকি শাকিব খানকে বিয়ে করার ইচ্ছা প্রকাশ করেছেন।

এদিন সেই চর্চিত বিষয় সম্পর্কে আসল কারণ জানিয়ে ইধিকা বলেছেন আসলে সেসময় নাকি তার সামনে দুজন নায়কের নাম বলে জানতে চাওয়া হয়েছিল কাকে তার পছন্দ। জবাবে তিনি শাকিব খানের নাম নেওয়ায় সেটাই নাকি অমনভাবে ঘুরিয়ে প্রকাশ করা হয়েছিল।

বাংলা সিরিয়াল,Bengali Serial,ইধিকা পাল,Idhika Paul,বাংলাদেশ,Bangladesh,শাকিব খান,Shakib Khan,প্রিয়তমা,Priyatama

প্রসঙ্গত বাংলাদেশের সুপারস্টার শাকিব খানকে নিয়ে কম চর্চা হয় না। এপ্রসঙ্গে জানতে চাওয়া হলে ইধিকা এদিন স্পষ্ট জানিয়েছেন তিনি কারও কোনো কন্ট্রোভার্সি নিয়ে মাথা ঘামান না। ইধিকার কথায় ‘উল্টোদিকের মানুষটাকে নিয়ে যা কন্ট্রোভার্সিই থাকে না কেন? সেটা তাঁর ব্যক্তিগত জীবনের ব্যাপার সেটার মধ্যে আমি ঢুকতে চাই না। ‘

প্রসঙ্গত বাংলা টেলিভিশনে মাত্র ২ সিরিয়াল করেই দারুন জনপ্রিয়তা পেয়েছেন ইধিকা। তবে পিলু শেষ হওয়ার পর আর কোনো সিরিয়ালে দেখা যায়নি অভিনেত্রীকে।  তবে ভক্তরা আবার তাকে ছোট পর্দায় দেখতে চান তাঁদের উদ্যেশ্যে অভিনেত্রী বলেছেন তিনি নিজেও তেমন কোনো চরিত্র পেলে অবশ্যই ফিরবেন।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥