• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

উৎসবের মরশুমে দুর্দান্ত অফার আনল ICICI Bank, প্রতি হাজারে মাত্র ৩৬ টাকার কিস্তিতে পেয়ে যান দু চাকা গাড়ির লোন

Published on:

দেশের নাগরিকদের দুচাকা গাড়ির স্বপ্নপূরণে উৎসবের মরশুমে দুর্দান্ত অফার আনল ICICI Bank। দেশের অন্যতম প্রাইভেট ব্যাঙ্ক ICICI পুজোর আগে তার বাম্পার ফেস্টিভ অফার লঞ্চ করল। যেখানে হোম লোন থেকে চার চাকার গাড়ি, দু চাকার গাড়ি এমনকি পার্সোনাল ও ফিনান্সিয়াল লোণের ক্ষেত্রে রয়েছে আকর্ষণীয় সুবিধা।

নতুন হোম লোন নেওয়া বা হোম লোন অন্য ব্যাঙ্ক থেকে ICICIব্যাঙ্কে স্থানান্তর করলে পাওয়া যাচ্ছে লোভনীয় ৬.৯০% সুদের সুবিধা। প্রসেসিং ফিস বাবদ দিতে হচ্ছে মাত্র ৩০০০ টাকা। শুধু তাই না দুচাকা ও চার গাড়ির জন্য দারুন লোভনীয় EMI এর সুবিধা দিচ্ছে এই ব্যাঙ্ক।

চার চাকা গাড়ির ক্ষেত্রে প্রতি লাখে মাত্র ১৫৫৪ টাকা EMI যদি লোন হয় ৮৪ মাসের বা ৪ বছরের জন্য। অন্যদিকে দুচাকা গাড়ির ক্ষেত্রে প্রতি হাজারে  মাত্র ৩৬ টাকা  EMI ধার্য করা হয়েছে যদি লোন হয় ৩৬ মাসের অর্থাৎ ৩ বছরের জন্য।এখানেই শেষ নয়। লোন গ্রহীতা যদি মহিলা হন সেক্ষেত্রে প্রসেসিং ফিসের ওপর রয়েছে আরো অতিরিক্ত ছাড়। চার চাকা গাড়ির ক্ষেত্রে শুধুমাত্র ১৯৯৯ টাকা ও দুচাকা গাড়ির ক্ষেত্রে মাত্র ৯৯৯ টাকা দিতে হবে প্রসেসিং চার্জ।

থাকছে ইনস্ট্যান্ট পার্সোনাল লোন, যার সুদের হার মাত্র ১০.৫০ থেকে শুরু। এক্ষেত্রে   প্রসেসিং ফী বাবদ দিতে হবে ৩৯৯৯ টাকা। গ্রাহক ফিন্যান্সের ক্ষেত্রে আপনি যদি কোনো ব্র্যান্ডেড হোম অ্যাপ্লায়েন্সস বা ডিজিটাল প্রোডাক্ট কিনতে চান সেক্ষেত্রে থাকছে জিরো কস্ট ইএমআই। প্রসেসিং এর জন্য লাগছে নামমাত্র  কাগজ কারণ বেশির ভাগতাই  হচ্ছে ডিজিটাল পদ্ধতিতে।

 

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥