• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

ভুতুড়ে মেকআপের পর নতুন ফন্দি আঁটছে ময়ূরীর, প্রকাশ্যে ‘ইচ্ছে পুতুল’র নতুন প্রোমো

টেলিভিশনের পর্দায় এক ঝাঁক বাংলা সিরিয়ালের (Bengali Serial) ভীড়েই ইদানিং বিশেষ ভাবে নজর কাড়ছে জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় সিরিয়াল ‘ইচ্ছেপুতুল’ (Iccheputul)। টিভির পর্দায় বয়স বেশিদিন না হলেও এই অল্প দিনেই দর্শকমহলে এই সিরিয়ালের জনপ্রিয়তা রয়েছে চোখে পড়ার মতো।

আর পাঁচটা সিরিয়াল থেকে আলাদা একেবারে ভিন্ন স্বাদের এই সিরিয়ালে শুরু থেকেই দেখা যাচ্ছে ছোট থেকেই বড় বোন ময়ূরীর (Mayuri) জীবন ছোট বোন মেঘের (Megh) ওপর নির্ভরশীল। মেঘের রক্ত ছাড়া যখন তখন প্রাণ সংশয় হয়  ময়ূরীর।কিন্তু তারপরের বোনের প্রতি এক বিন্দু কৃতজ্ঞতা তো দূরের কথা উল্টে সারাক্ষণ মেঘকে বিপদে ফেলার চেষ্টায় থাকে ময়ূরী।

   

Iccheputul Megh Mayuri Make up New twist

তাই সারাক্ষণ নায়ক নায়িকা মেঘ আর সৌরানীলের (Souroneel) জীবনে কাঁটার মতো বিঁধে রয়েছে খলনায়িকা ময়ূরী। সিরিয়ালটির নিয়োজিত দর্শকরা জানেন কিছুদিন আগেই ময়ূরীকে ছেড়ে বিয়ের মণ্ডপেই মেঘের হাত ধরেছিল সৌরানীল। তারপর থেকে যেন বোনের ওপর অত্যাচারের মাত্রা যেন দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে ময়ূরী।

বাংলা সিরিয়াল,Bengali Serial,জি বাংলা,Zee Bangla,ইচ্ছেপুতুল,Iccheputul,ময়ূরী,Mayuri,মেঘ,Megh,সৌরানীল,Souroneel,নতুন প্রোমো,New Promo

সৌরানীলের সাথে নিজের বিয়ে না হওয়ার রাগে বোনের শশুরবাড়িতে এসেও তাঁকে অপদস্থ করার কোনো সুযোগই হাতছাড়া করছে না সে। তাই সদ্য দেখা গিয়েছে শয়তানি করেই মেঘের চাঁদপানা মুখটাকে অতিরিক্ত মেকআপ করিয়ে সঙ সাজিয়ে এনে শশুড়বাড়ির লোকের সামনে যাচ্ছেতাই ভাবে অপদস্থ করেছে ময়ূরী।এমনকি  বৌভাতের পর্ব মিটে যাওয়ার পরেও বেশ কায়দা করেই বোনের শ্বশুরবাড়িতে থেকে গিয়েছে ময়ূরী।

বাংলা সিরিয়াল,Bengali Serial,জি বাংলা,Zee Bangla,ইচ্ছেপুতুল,Iccheputul,ময়ূরী,Mayuri,মেঘ,Megh,সৌরানীল,Souroneel,নতুন প্রোমো,New Promo
আর তারপর থেকে নানা ছুতোয় মেঘের সাথে সাথেই ফুলশয্যার সমস্ত নিয়ম পালন করে চলেছে ময়ূরী।
এরইমধ্যে প্রকাশ্যে এসেছে ইচ্ছেপুতুলের নববর্ষ স্পেশাল একটি নতুন প্রোমো (New Promo)। এই প্রোমোতে দেখা যাচ্ছে সৌরানীলের ঠাম্মা হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে। আর তাকে নিজের হাতে ওষুধ খাইয়েছে মেঘ।  কিন্তু মেঘের আড়ালে সেই প্রেসারের ওষুধের বোতলে করা ডোজের ঘুমের ওষুধ রেখে দিয়েছিল ময়ূরী।

তাই সবাই যখন ঠাম্মিকে নিয়ে ব্যস্ত তখন ময়ূরী পাশ থেকেই বলে ওঠে ‘আজ তোর হাতে জম্মের মতো ওষুধ খেয়েছে বুড়ি’। ততোক্ষণে নীল বুঝে যায় ঠাম্মিকে প্রেসারের ওষুধের বদলে করা ডোজের ঘুমের ওষুধ দিয়েছে। এরপরেই রেগে গিয়ে সে বলে ওঠে ‘এই কাজটা যে করেছে তাকে আমি একেবারেই ছাড়বো না’।