• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

এতদিনে নিজেকে নির্দোষ প্রমাণ করতে গর্জে উঠল মেঘ! টিভির আগেই ফাঁস ‘ইচ্ছে পুতুল’র দুর্ধর্ষ পর্ব

Published on:

Ichcheputul serial megh wil expose Mayuri audience got exited

বাংলা সিরিয়াল (Bengali Serial)-প্রেমী দর্শকদের অত্যন্ত পছন্দের একটি সিরিয়াল ‘ইচ্ছেপুতুল’ (Icheputul)। এই সিরিয়ালের নিয়মিত দর্শকরা জানেন গত পর্বে মেঘের হানিমুনে যাওয়া আটকাতে তার পাসপোর্ট চুরি করে তারই গানের ডায়েরির মধ্যে লুকিয়ে রেখেছিল ময়ূরী। আর প্রত্যেকবারের মতো এবারও শ্বশুরবাড়ির সবাই তো বটেই এমনকি নীল পর্যন্ত ভুল বোঝে মেঘকে (Neel-Megh)।

শুধু তাই নয় বিদেশে ঘুরতে যাওয়া ক্যান্সেল হয়ে যাওয়ায় প্রচুর টাকাও নষ্ট হয়েছে বলে নীল খুব খারাপ ব্যবহার করছে মেঘের সাথে। এমনকি ইতিমধ্যে একদিন রাগের মাথায় মেঘের গায়ে হাত পর্যন্ত তুলতে গিয়েছিল নীল।তবে মেঘ এবার ঠিক করেছে মুখ বুজে আর সহ্য করবে না সে। তাই মুখচোরা মেঘই এবার ধীরে ধীরে প্রতিবাদী হয়ে উঠেছে।

বাংলা সিরিয়াল,Bengali Serial,জি বাংলা,Zee Bangla,ইচ্ছে পুতুল,Icche Putul,মেঘ,Megh,ময়ুরী,Mayuri,সৌরনীল,Souroneel,সত্যি ফাঁস,Truth Reveal,নতুন চমক,New Twist,Dhamaka Episode,আসন্ন পর্ব,Upcoming Episode

আর তার এই পরিবর্তন দেখে ভীষণ খুশি হয়েছেন দর্শকরা। কারণ এখনকার দিনে মানুষ কারও  চুপ করে থাকাকেই তার দুর্বলতা ভেবে ভুল করে। তাই মেঘের এই পরিবর্তনটা খুব দরকার ছিল বলে মনে করছেন সকলেই। ইতিমধ্যেই মেঘ তার এক বান্ধবীর দাদার সহযোগিতায় সত্যিটা ফাঁস করার সিদ্ধান্ত নিয়েছে।

তাই ওই পাসপোর্টে  যে বা যারা হাত দিয়েছিল তাদের ফিঙ্গার প্রিন্ট নেওয়ার জন্য কাউকে না জানিয়েই শ্বশুরবাড়িতে পুলিশ নিয়ে হাজির হয়েছে মেঘ।  শান্তশিষ্ট মেঘের এমন প্রতিবাদী রূপ দেখে নীল সহ মেঘের  শ্বশুরবাড়ির  সবাই তো অবাক হয়েইছেন সেইসাথে ভয়ে চোখমুখ ছোট হয়ে গিয়েছে ময়ূরীর।

বাংলা সিরিয়াল,Bengali Serial,জি বাংলা,Zee Bangla,ইচ্ছে পুতুল,Icche Putul,মেঘ,Megh,ময়ুরী,Mayuri,সৌরনীল,Souroneel,সত্যি ফাঁস,Truth Reveal,নতুন চমক,New Twist,Dhamaka Episode,আসন্ন পর্ব,Upcoming Episode

আসলে যারা অন্যায় করে তারা সবসময় ধরা পড়ার ভয়েই থাকে। ময়ূরীর ক্ষেত্রেও তাই হয়েছে। তবে এবার দেখার নিজেকে নির্দোষ প্রমাণ করার পর মেঘ শ্বশুরবাড়িতে থাকে কিনা? কারণ প্রত্যেকবার সবাই মেঘকে ভুল বোঝে ।

কিন্তু নীল পরে তার কাছে ক্ষমা চেয়ে আবার মানিয়ে নেয় কিন্তু এবার দর্শকরা চাইছেন মেঘের রুখে দাঁড়ানো দরকার। দর্শকরাও বলছেন এবার মেঘের উচিত আর কারও কথা না শুনে শ্বশুরবাড়ি দিয়ে বেরিয়ে নিজের বাপির কাছেই  চলে আসা উচিত তাঁর ।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥