• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

নিজের জালেই ফাঁসলো ময়ূরী! পুলিশ ফিঙ্গারপ্রিন্ট নিতেই মাথায় বাজ, ফাঁস ‘ইচ্ছেপুতুল’র আগাম পর্ব

Published on:

Ichcheputul serial megh reveal Mayuri's truth

এই মুহূর্তে বাংলা সিরিয়াল (Bengali Serial) প্রেমী দর্শকদের কাছে অত্যন্ত পছন্দের একটি সিরিয়াল হয়ে উঠেছে জি বাংলার (Zee Bangla) ‘ইচ্ছেপুতুল’ (Ichcheputul) একের পর এক দুর্ধর্ষ  সব পর্ব দেখিয়েই দিনে দিনে দর্শকমহলে বেড়েই চলেছে এই সিরিয়ালের জনপ্রিয়তা। প্রথম থেকেই এই সিরিয়ালের দর্শকরা দেখে এসেছেন নায়িকা মেঘ ভীষণ মুখচোড়া। বারবার নিজের দিদি ময়ূরীরর  কাছে হেনস্থা হয়েও আজ অব্দি কোনদিনও সে প্রতিবাদ করেনি।

কিন্তু সহ্যের বাঁধ এবার ভাঙতে শুরু করেছে মেঘের। তাই নিজেকে নির্দোষ প্রমাণ করতে মুখচোড়া মেঘ এবার প্রতিবাদে গর্জে উঠেছে। তাই গত পর্বেই দর্শক দেখেছেন কাওকে না জানিয়েই  গাঙ্গুলী বাড়িতে পুলিশ  নিয়ে এসেছে মেঘ। কারণ মেঘ ভালই বুঝতে পারছে  যে সেদিন তার ব্যাগে  পাসপোর্ট আর কেউ নয় সরিয়েছিল তার দিদি ময়ূরী।

বাংলা সিরিয়াল,Bengali Serial,জি বাংলা,Zee Bangla,ইচ্ছে পুতুল,Icche Putul,মেঘ,Megh,ময়ুরী,Mayuri,সৌরনীল,Souroneel,সত্যি ফাঁস,Truth Reveal,আসন্ন পর্ব,Upcoming Episode

কিন্তু মেঘের কাছে কোন প্রমাণ না থাকায় বাড়ির লোক কেউই তার কথা বিশ্বাস তো করছেই না উল্টে পদে পদে তাকে নানা ভাবে খোঁটা দিয়ে অপমান করে চলেছেন। আর সবাইকে প্রতি মুহূর্তে উসকে চলেছে মেঘের দিদি  ময়ূরী। কিন্তু বারবার এইভাবে বিনা দোষে দোষী হতে হতে ক্লান্ত মেঘ সত্যিই আর পারছে না। শধু বাপী ছাড়া এবার মেঘের পাশে নেই তার স্বামী সৌরনীলও।

বাকিদের মতো সেও মেয়েকে যাচ্ছে তাই ভাবে অপমান করছে। এমনকি বাড়ির সবার সামনেই মেঘের গায়ে হাত পর্যন্ত তুলতে গিয়েছিল নীল। গত পর্বে এই ইচ্ছাপতুল সিরিয়ালে দেখা গিয়েছে এক দুর্ধর্ষ পর্ব। সেখানে বাড়ির সবাই যখন বাড়িতে পুলিশ আনায় মেঘের ওপর চোটে লাল তখন তার পাশে দাঁড়িয়ে ছিল একমাত্র ঠাম্মি। তিনি নিজে থেকেই প্রথমে ফিঙ্গার প্রিন্ট দিতে আসায় বাধ্য হয়ে একে একে রাজি হয়েছিল বাকি সদস্যরাও।

বাংলা সিরিয়াল,Bengali Serial,জি বাংলা,Zee Bangla,ইচ্ছে পুতুল,Icche Putul,মেঘ,Megh,ময়ুরী,Mayuri,সৌরনীল,Souroneel,সত্যি ফাঁস,Truth Reveal,আসন্ন পর্ব,Upcoming Episode

চরম অনিচ্ছা সত্ত্বেও বাধ্য হয়ে ময়ূরীও নিজের ফিঙ্গারপ্রিন্ট দিতে বাধ্য হয়েছিল।  কিন্তু এই ফিঙ্গারপ্রিন্টের রিপোর্ট যাতে কিছুতেই সামনে না আসে তার জন্য মরিয়া হয়ে চেষ্টা চালিয়ে যায় ময়ূরী। তাই সে নানাভাবে মেঘকে বারবার ফোর্স করে পুলিশকে তাদের কাজ থামাতে বলার জন্য। কিন্তু মেঘ কিছুতেই রাজি না হওয়ায় নিজের ট্রাম কার্ড খেলার প্ল্যান করছে ময়ূরী। যদিও সেটা কি তা জানা যায়নি।

https://youtu.be/zkNwmhS88Iw

তবে ভয়তে ময়ূরী এও  প্ল্যান করছে যে রিপোর্ট আসার আগেই বাড়ি থেকে পালিয়ে যাবে সে। এখন দেখার ইচ্ছে পুতুলের আগাম পর্বে কি হতে চলেছে। ময়ূরী কি সত্যিই পারবে নিজেকে নির্দোষ প্রমাণ করতে? আর ফিঙ্গারপ্রিন্ট রিপোর্টে কি আদৌ  ধরা পড়বে ময়ূরীর নাম?এটাই জানার জন্য আপাতত মুখিয়ে রয়েছেন এই সিরিয়ালের দর্শকরা।  তবে আচমকা মেঘের মধ্যে এই প্রতিবাদী রূপ দেখে ভীষণ খুশি হয়েছেন সকলে। খোদ মেঘের বাপির মতই তার চরিত্রের এই দৃঢ়তা দেখে বেজায় খুশি হয়েছেন দর্শকরাও।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥