• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

ক্ষমা চাইলেই পাওয়া যায় না! নীলকে ফিরিয়ে দিয়ে যোগ্য জবাব দিল মেঘ, প্রশংসায় পঞ্চমুখ দর্শক

Published on:

Ichcheputul serial new twist Megh will not forgive Neel anymore audience get exited

টিভির পর্দায় সম্প্রচারিত বাংলা সিরিয়াল (Bengali Serial) গুলির মধ্যে এই মুহূর্তে দর্শকদের অন্যতম পছন্দের একটি সিরিয়াল হয়ে উঠেছে জি বাংলার (Zee Bangla) ‘ইচ্ছে পুতুল’ (Ichcheputul)। এই ধারাবাহিকের প্রতিটা পর্ব জুড়েই এখন থাকছে এখন টানটান উত্তেজনা। তাই ধারাবাহিক থেকে এখন এক মুহূর্তের জন্য চোখ সরাতে পারছেন না দর্শক। বিশেষ করে এই ধারাবাহিকের নায়িকা মেঘ এতদিনে যেভাবে প্রতিবাদী হয়ে উঠেছে তা ভীষণ পছন্দ করছেন দর্শক।

সিরিয়ালটির নিয়মিত দর্শকরা জানেন বিনা অপরাধেই ছোট থেকে নিজের দিদি ময়ূরীর একের পর এক চক্রান্তের শিকার হয়ে চলেছে মেঘ। কিন্তু সব কিছুর যে একটা সীমা থাকে। তাই এবার ঘুরে দাঁড়িয়ে যোগ্য জবাব দিয়েছে মেঘ। মেঘের এই প্রতিবাদ করাটা সত্যিই  খুব দরকার ছিল। আসলে দিনের পর দিন শুধু চোখের জল ফেলেই চুপচাপ সব সহ্য করে নিত মেঘ।

Ichcheputul serial police present Mayuri's fingerprint

তাই ময়ূরীও মেঘকে ‘টেক ফর গ্র্যান্টেড’ ভেবে নিয়ে তার সাথে যা খুশি তাই করে চলেছে। তবে গত পর্বেই মেঘ দেখিয়ে দিয়েছে প্রয়োজনে সেও গর্জে উঠতে পারে। তাই তার নীরবতাকে কেউ দুর্বলতা ভেবে বসলে খুব ভুল করবে। ইতিমধ্যেই দর্শক দেখেছেন পুলিশের সাহায্য নিয়ে ফিঙ্গার প্রিন্টের সাহায্যে নিজেকে নির্দোষ প্রমাণ করেছে মেঘ।

তারপরেও শ্বশুরবাড়ির বেশিরভাগ সদস্যদের কাছে কিন্তু অপরাধী মেঘ। কিন্তু দুঃখের বিষয় একটাই এই কঠিন পরিস্থিতিতে একটা বারের জন্যও মেঘের পাশে দাঁড়ায়নি নীল। শুধু তাই নয় বিদেশে ঘুরতে যাওয়া ক্যান্সেল হয়ে যাওয়ায় প্রচুর টাকাও নষ্ট হয়েছে বলে নীল খুব খারাপ ব্যবহার করছে মেঘের সাথে।

বাংলা সিরিয়াল,Bengali Serial,জি বাংলা,Zee Bangla,ইচ্ছে পুতুল,Icche Putul,মেঘ,Megh,সৌরনীল,Souroneel,খারাপ ব্যবহার,Bad Behaviour,ক্ষমা চাওয়া,Apologize,আসন্ন পর্ব,Upcoming Episode,দর্শক,Audience,প্রশংসা,Praise

এমনকি মেঘকে ভুল বুঝে তার পর পুরুষের সাথে সম্পর্ক আছে ভেবে একদিন রাগের মাথায় মেঘের গায়ে হাত পর্যন্ত তুলতে গিয়েছিল নীল। তবে মেঘ এবার ঠিক করেছে মুখ বুজে আর সহ্য করবে না সে। তাই মুখচোরা মেঘই এবার ধীরে ধীরে প্রতিবাদী হয়ে উঠেছে। আর তাই প্রথমে মেঘের কথায় বিশ্বাস না করলেও পুলিশ এনে সব প্রমাণ করতেই প্রতিবারের মতো এবারেও সুর পাল্টে গিয়েছে নীলের ।

https://youtu.be/WcTlWQyxf8w

এরইমধ্যে প্রকাশ্যে এসেছে আজেকের পর্বের আগাম ঝলক। সেখানে দেখা যাচ্ছে মেঘ নীলকে ছেড়ে বাপির কাছে চলে আসতেই অপরাধ বোধে ভুগতে শুরু করেছে নীল। তাই মেঘ নীলের ফোনের উত্তর না দেওয়ায় নীল নিজে এসেছে মেঘকে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু এদিন মেঘ নীলকে বুঝিয়ে দিয়েছে ক্ষমা চাইলেই পাওয়া যায় না। আর মেঘের এই নতুন প্রতিবাদী রূপ দেখে বেজায় খুশি হয়েছেন দর্শক।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥