• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

মুখোশ খুলতেই অসুস্থতার নাটক ময়ূরীর, নীলকে ছেড়ে যাচ্ছে মেঘ, ফাঁস ইচ্ছে পুতুলের আগাম পর্ব

Published on:

Ichche putul serial megh will left ganguly house soon

এই মুহূর্তে টেলিভিশনের পর্দায় জমে উঠেছে জি বাংলার (Zee Bangla) ‘ইচ্ছেপুতুল’ (Ichcheputul) সিরিয়াল। মেঘ এবং ময়ূরী (Megh-Mayuri) এই দুই আপন বোনের জমজমাট কাহিনী শুরু হওয়া এই বাংলা ধারাবাহিকের (Bengali Serial) প্রত্যেক পর্ব জুড়েই এখন রয়েছে একেবারে টান টান উত্তেজনা। তবে একথা ঠিক টিআরপি তালিকায় সেভাবে ছাপ ফেলতে না পারলেও ধারাবাহিকভাবে কিন্তু দর্শকমহলে জনপ্রিয়তা বেড়েই চলেছে এই সিরিয়ালের।

সিরিয়ালটি যারা শুরু থেকে দেখছেন তারা জানেন এই ধারাবাহিকের নায়িকা মেঘ ভীষণ মুখচোরা স্বভাবের, জেক বলে একেবারে ‘সাত চড়ে রা কাড়ে না’। কিন্তু বারবার মার খেতে খেতে এখন একেবারে ক্লান্ত মেঘ। নিজের মায়ের পেটের দিদি হয়েও ময়ূরী দিনের পর দিন তার সাথে একের পর এক অন্যায় করে চলেছে। নিজের দোষ না থাকতেও বারবার সকলের চোখেই দোষী হয়েছে সে।

Ichcheputul serial police present Mayuri's fingerprint

কিন্তু এবার সত্যিই মেঘের প্রতিবাদ করাটা খুব দরকার ছিল। আর দর্শকদের মনের সেই ইচ্ছাপূরণ করে এদিন সেটাই করে দেখিয়েছে মেঘ। তাই গত পর্বেই দর্শক দেখেছেন কাওকে কিছু না জানিয়েই গাঙ্গুলি বাড়িতে পুলিশ নিয়ে এসেছে মেঘ।

নানান কথা কাটাকাটির পর অবশেষে পুলিশ ময়ূরীসহ গাঙ্গুলি বাড়ির সমস্ত সদস্যদের আঙুলের ছাপ নিয়ে গিয়েছেন।এবার আগামী পর্বে সেই রিপোর্ট আসতেই জানা যাবে পাসপোর্টে মেঘ আর নীল ছাড়াও আরও একজনের আঙুলের ছাপ রয়েছে। সে হল মেঘের  দিদি ময়ূরী রায়।

Ichcheputul serial police present Mayuri's fingerprint

আর সত্যিটা সামনে আসতেই শেষ মুহূর্তে নিজের ট্রাম কার্ডটাকে কাজে লাগায় ময়ূরী। তাই পুরো সুস্থ থেকেও জেলে যাওয়ার ভয়ে শরীর খারাপ হওয়ার নাটক শুরু করে দেয় সে।

অন্যদিকে নিজেকে নির্দোষ প্রমাণ করার পর মেঘও এবার সিদ্ধান্ত নিয়েছে বাড়ি নীল ছেড়ে গাঙ্গুলি বাড়ি থেকে বেরিয়ে যাবে সে। আগাম পর্বের সেই ঝলক দেখেও দর্শকরাও সমর্থন করেছেন মেঘকে। এখন দেখার এতো বড় একটা অন্যায় করার পর ময়ূরীর আদৌ কোনো শাস্তিহবে নাকি এবারও সে পার পেয়ে যাবে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥