• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বিশ্ব উষ্ণায়নের জেরে গলছে বরফ! এভারেস্টের হিমবাহ গলে বেরিয়ে এলো অভিযাত্রীদের মৃতদেহ

নবারুণ ভট্টাচার্যের একটি কবিতা আছে ‘এই মৃত্যু উপত্যকা আমার দেশ না’। কিন্তু মৃত্যু উপত্যকাই যে আমার দেশ তা হঠাৎ টের পেলেন এভারেস্টের (Mount Everest) অভিযাত্রীরা। নেপাল প্রশাসন সূত্রে খবর, বিশ্ব উষ্ণায়নের জেরে বরফ গলতেই এভারেস্টের সর্বোচ্চ চুড়ায় উন্মুক্ত হয়েছে শয়ে শয়ে নিখোঁজ অভিযাত্রীদের দেহ।

বরফে দীর্ঘদিন চাপা পড়ে থাকা মৃতদেহ হারিয়েই গিয়েছিল হিমবাহের অতলে। সরকারী তথ্য মতে সেই ১৯২২ সাল থেকে শুরু কতে শতাধিক অভিযাত্রীদের দেহ আজ প্রকাশ্যে বিশ্ব উষ্ণায়নের জেরে। তুষারে সেই দেহ আজও রয়েছে অক্ষত।

প্রসঙ্গত, কয়েক বছর ধরেই বরফ গলতে শুরু করেছে মেরুদেশে। আর যত দূষণ বাড়ছে ততই পাল্লা দিয়ে বাড়ছে পৃথিবীর উষ্ণতা। এই প্রসঙ্গে নেপাল মাউন্টেনিয়ারিং অ্যাসোসিয়েশনের প্রাক্তন সভাপতি বলেন, “২০০৮ সালে একবার এমন হয়েছিল। ১৯৭০ সালে চাপা পড়া ৭জন অভিযাত্রীর দেহর খোঁজ মিলেছিল বরফ গলতেই।কিন্তু তারপর আর এই ঘটনা ঘটেনি। তবে এবার অস্বাভাবিক হারে বরফ গলছে, আমরা উদ্বিগ্ন। ”

এভারেস্ট ওঠার পথে সর্বাধিক খতরনাক জায়গা হল খুম্বু আইসফল। প্রতিবছরই এই অঞ্চলে তুষারধস নামায় অসংখ্য মানুষের মৃত্যু হয়, এবং তাদের দেহ কার্যত নিখোঁজ হয়ে যায়। এবার এই খুম্বুতেই বরফ গলে উঠে আসছে মৃতদেহর মিছিল।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥