• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

আবার লগ্ন ভ্রষ্টা হবে ময়ূরী! নীলের সাথে বিয়ের আগেই মন্ডপে হাজির পুলিশ, ফাঁস আগাম পর্ব

Published on:

Iccheputul Serial new twist on Neel Mayuri marriage

জি বাংলার (Zee Bangla) পর্দায় সম্প্রচারিত  অত্যন্ত জনপ্রিয় একটি  বাংলা সিরিয়াল (Bengali Serial) হল ‘ইচ্ছে পুতুল’ (Iccheputul) এই ধারাবাহিক নিয়ে দর্শকমহলে এখন চলছে তুমুল চর্চা। ধারাবাহিকে একের পর এক ময়ূরী (Mayuri) যেভাবে মেঘের (Megh) সাথে চক্রান্ত করে চলেছে তা দেখে ভীষণ ক্ষুব্ধ দর্শকরাও। যদিও ছোট থেকেই অন্যায় সহ্য করতে করতে এখন দেওয়ালে পিঠ ঠেকে যাওয়ায় মেঘ আগের থেকে অনেক বেশি প্রতিবাদী হয়ে উঠেছে।

কিন্তু সে চেষ্টা করেও কোনোভাবে ময়ূরীকে শয়তানি করার থেকে বিরত রাখতে পারছে না। নিজে নীলের সাথে সংসার করবে বলে মেঘকে সকলের চোখে নীচে নামিয়ে চলেছে ময়ূরী। গত পর্বেই দেখা গিয়েছে নিজেকে নির্দোষ প্রমাণ করতে মরিয়া মেঘ একপ্রকার বাধ্য হয়ে ময়ূরীকে রক্ত দেওয়ার শর্ত দিয়ে বাধ্য করেছিল নীলের সামনে সমস্ত সত্যি স্বীকার করতে।

বাংলা সিরিয়াল,Bengali Serial,জি বাংলা,Zee Bangla,ইচ্ছে পুতুল,Icche Putul,ময়ূরী,Mayuri,মেঘ,Megh,সৌরনীল,Souraneel,বিয়ে,Marriage,পুলিশ,Police

কিন্তু এখন ময়ূরী আবার সুস্থ হয়ে বাড়ি ফিরতেই নতুন করে নেমে পড়েছে ড্যামেজ কন্ট্রোল করতে।  তাই মেঘ যখন গান গেয়ে প্রতিযোগিতায় সেরা শিরোপা জিতেছে তখনই সময় নষ্ট না করে ময়ূরী চলে গিয়েছে গাঙ্গুলি বাড়িতে। প্রতিবারের মতো এবারও সেখানে গিয়ে নিজের শরীর খারাপের নাটক করে  নীলের মা মীনাক্ষী দেবীকে আবার নিজের দলে টেনে নিয়েছে ময়ূরী।

অন্যদিকে নীলও নিজের স্ত্রী মেঘকে অবিশ্বাস করে অন্ধের মতো বিশ্বাস করছে ময়ূরীর কথায়। শুধু তাই নয়, এখন মেঘের চরিত্র নিয়েও নোংরা কথা বলতে বাঁধছে না নীলের। তাই গুরুজীর ছাত্র জিষ্ণুর সাথে নাম জড়িয়ে সকলের সামনে মেঘকে কটু কথা বলছে নীল। গত পর্বেই দেখা গিয়েছে নীল ময়ূরীর কথা শুনে বাড়ির সকলের সামনেই জানিয়ে দিয়েছে সে এবার ময়ূরীকে বিয়ে করবে। যদিও এতে শাপে বর হয়েছে ময়ূরীরই।

https://youtu.be/wT1XyJNwzTc?si=Y6vIHZP6YLgjkmg-

তাই বোঝাই যাচ্ছে এই মুহূর্তে ধারাবাহিকের প্রতিটা পর্ব জুড়েই রয়েছে টানটান উত্তেজনা। কিন্তু এখন প্রশ্ন হল আগামী পর্বে সত্যিই মেঘকে ভুলে নীল ময়ূরীকে বিয়ে করবে? নাকি শেষ মুহূর্তে পাশা পাল্টে যাবে? এসবের মধ্যেই সামনে আসছে এক বড়সড় আপডেট। জানা যাচ্ছে ময়ূরীর সাথে নীলের বিয়ের মঞ্চে পুলিশ এসে হাজির হবে। এখন দেখার সত্যিই ধারাবাহিকের আগামী পর্বে আদৌ  এমন কিছু ঘটে কিনা!

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥