জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় সিরিয়াল ‘ইচ্ছে পুতুল’ (Iccheputul)-এর নায়িকা মেঘের (Megh) চরিত্রে অভিনয় করে দর্শকদের একেবারে ঘরের মেয়ে হয়ে উঠেছেন অভিনেত্রী তিতিক্ষা দাস (Titikha Das)। প্রসঙ্গত এই সিরিয়ালের প্লট অনুযায়ী মেঘের চরিত্রটি খুব শান্তশিষ্ট, রুচিশীল একেবারে ঘরোয়া একটি মেয়ে। যদিও এখন সে নিজের মতো করে প্রতিবাদী হয়ে উঠেছে।
এখন এই ধারাবাহিকের প্রতিটা পর্ব জুড়ে রয়েছে টানটান উত্তেজনার পর্ব। তাই এই সিরিয়াল থেকে এক মুহূর্তের জন্য চোখ সরছে না দর্শকদের। তবে পর্দায় মেঘ যতটা শান্তশিষ্ট ঘরোয়া মেয়ে বাস্তবে কিন্তু তিতিক্ষা একেবারেই তার উল্টো। সিরিয়ালে আসার আগে একসময় চুটিয়ে মডেলিং করেছেন তিতিক্ষা। তাই সোশ্যাল মিডিয়ায় মাঝেমধ্যেই খোলামেলা পোশাকে বোল্ড লুকে ধরা দেন অভিনেত্রী।
যা দেখে হুঁশ উড়ে যায় মেঘ ভক্তদেরও। তবে এবার কোন মোহময়ী লুক নয়। মেঘ ধরা দিয়েছিলেন একেবারে নতুন লুকে। এদিন বৈষ্ণবীর সাজে হলুদ সাদা শাড়ি আর হালকা গয়নায় সেজেছিলেন পর্দার মেঘ। অভিনেত্রীর এই মিষ্টি লুক দেখে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন দর্শক। তবে বৈষ্ণবী সাজে মেঘের এই লুক দেখে দর্শকমহলে প্রশ্ন উঠছে তাহলে কি নীলের সাথে ডিভোর্স দিয়ে মেঘ এবার বৈষ্ণবীদের দোলে নাম লেখাবেন?
আসলে তা নয় এদিন বৈষ্ণবীর সাজে ছবি দিয়ে ক্যাপশনেই তিতিক্ষা লিখেছিলেন ‘রাধে রাধে টেলি অ্যাকাডেমি অ্যাওয়ার্ড ২০২৩’। তাই বোঝাই যাচ্ছে এটা অভিনেত্রীর সিরিয়ালের লুক নয়। আদতে দত্তপুকুরের বাসিন্দা তিতিক্ষাকে দর্শক আগেও অভিনয় করতে দেখছেন কালার্স বাংলার ‘দত্ত অ্যান্ড বৌমা’ ধারাবাহিকে। এই ধারাবাহিকেও মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। এছাড়া তিতিক্ষা কাজ করেছেন বেশ কিছু মিউজিক ভিডিওতে।
তিতিক্ষার অভিনয় জীবনের বয়স বেশীদিননা হলেও এই অল্পদিনেই তাঁর সাবলীল অভিনয় মন জয় করেছে দর্শকদের। তবে অভিনয়ের পাশাপাশি নাচেও নাকি দারুন পারদর্শী তিতিক্ষা। তবে একজন নৃত্যশিল্পী থেকে তিতিক্ষার অভিনেত্রী হয়ে ওঠার গল্পটা কিন্তু সিনেমার চিত্রনাট্যের চেয়ে কোনো অংশে কম নয়। একবার দিদি নাম্বার ওয়ানের মঞ্চে তিতিক্ষা জানিয়েছিলেন তিনি নাকি বহুবার রচনা বন্দোপাধ্যায়ের পিছনে দাঁড়িয়ে ব্যাকগ্রাউন্ড ডান্সার হিসাবে নাচ করেছেন। তিতিক্ষার কথায় জানা যায় তিনি নাকি জি বাংলার সারেগামাপা-র ওপেনিংয়েও পারফর্ম করেছিলেন।