• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

নতুন না পুরনো সিরিয়ালের কাহিনীগুলিই ছিল সেরা! দর্শকদের অনুরোধে স্টার জলসায় ফিরল ‘ইচ্ছেনদী’

Published on:

Icchenodi,Icchenodi serial,Bengali serial,entertainment,Star Jalsha,স্টার জলসা,ইচ্ছেনদী,ইচ্ছেনদী সিরিয়াল,বাংলা সিরিয়াল,বিনোদন

স্টার জলসার (Star Jalsha) অন্যতম হিট সিরিয়াল ছিল ‘ইচ্ছেনদী’ (Icchenodi)। এই সিরিয়ালের হাত ধরেই দর্শকদের মধ্যে বিপুল জনপ্রিয়তা এবং ভালোবাসা পেয়েছিলেন বিক্রম চট্টোপাধ্যায় এবং শোলাঙ্কি রায়। দর্শকদের ড্রয়িংরুমের এক অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছিলেন পর্দার অনুরাগ এবং মেঘলা।

‘ইচ্ছেনদী’ ভক্তদের মতে, বাংলা সিরিয়ালের ইতিহাসের এক গুরুত্বপূর্ণ মাইলস্টোন এই সিরিয়াল। সেই বেঞ্চমার্ক এখনও পর্যন্ত কেউ অতিক্রম করতে পারেনি। সেই কারণেই সিরিয়াল শেষ হওয়ায় এত বছর পরেও দর্শকদের খুব কাছের অনুরাগ-মেঘলার জুটি। এখনও ‘গাঁটছড়া’য় গৌরব চট্টোপাধ্যায়ের সঙ্গে শোলাঙ্কিকে দেখে বিক্রমের কথা মনে করেন অনেকে।

Icchenodi serial

স্টার জলসার এই হিট সিরিয়াল শুরু হয়েছিল অনুরাগের সঙ্গে দুই বোন তিথি এবং মেঘলার টানাপোড়েনকে নিয়ে। একদিকে অনুরাগ মেঘলাকে ভালোবাসতেন। অপরদিকে তিথি যে কোনও ভাবে অনুরাগকে নিজের করতে চাইতেন। এই নিয়েই আবর্তিত হতো এই সিরিয়ালের কাহিনী।

‘ইচ্ছেনদী’ প্রেমীদের মনে এখনও তরতাজা সেই সিরিয়ালের কাহিনী। এখনও এই ধারাবাহিকটি মিস করেন তাঁরা। তবে এবার এই সিরিয়ালের অনুরাগীদের জন্য একটি সুখবর রয়েছে। আরও একবার সকলের প্রিয় ‘ইচ্ছেনদী’ ধারাবাহিকটি দেখতে পাবেন টেলিভিশনের পর্দায়।

Icchenodi serial

হ্যাঁ, ঠিকই দেখছেন। দর্শকদের এত দিনের ডিম্যান্ড হয়তো স্টার জলসা কর্তৃপক্ষ মেনে নিয়েছেন। আরও একবার স্টার জলসার পর্দায় সম্প্রচারিত হবে এই সিরিয়াল। তবে জানিয়ে রাখি, স্টার জলসা চ্যানেলে নয়, বরং ‘ইচ্ছেনদী’ সিরিয়াল দেখার হলে আপনাদের চোখ রাখতে হবে চ্যানেলের অফিশিয়াল ফেসবুক পেজে। ইতিমধ্যেই অনুরাগ-মেঘলার সিরিয়ালের ৪টি এপিসোডও সম্প্রচারিত হয়ে গিয়েছে।

Icchenodi serial

‘ইচ্ছেনদী’ জুটি অনুরাগ-মেঘলার কাজের দিক থেকে বলা হলে, বিক্রমকে শেষ দেখা গিয়েছিল ‘কুলের আচার’ সিনেমায়। মধুমিতা সরকারের বিপরীতে অভিনয় করেছিলেন তিনি। এরপর তাঁকে ‘শহরের উষ্ণতম দিনে’তে দেখা যাবে। অপরদিকে শোলাঙ্কিও বড়পর্দায় ডেবিউ করে ফেলেছেন। অভিনেত্রী এখন ‘গাঁটছড়া’ ধারাবাহিকে খড়ি সিংহরায়ের চরিত্রে অভিনয় করছেন। এরপর তাঁকে বিক্রমের বিপরীতে ‘শহরের উষ্ণতম দিনে’তে দেখা যাবে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥