ইদানিং বাংলা টেলিভিশনের পর্দায় সম্প্রচারিত একঝাঁক নতুন সিরিয়ালের ভীড়ে বিশেষ ভাবে নজর করছে জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় সিরিয়াল ‘ইচ্ছেপুতুল’ (Iccheputul)। অল্পদিনেই দর্শকমহলে বেশ পাকাপোক্ত জায়গা করে নিয়েছে এই সিরিয়াল। সিরিয়ালটি যারা নিয়মিত দেখেন তারা সকলেই জানেন ‘ইচ্ছে পুতুল’এর কাহিনী দুই বোন মেঘ আর ময়ূরীকে কেন্দ্র করে গড়ে উঠেছে।
একদিকে বড় বোন ময়ূরী (Mayuri) চরিত্রে শ্বেতা মিশ্র এবং ছোট বোন মেঘের (Megh) চরিত্রে টেলি অভিনেত্রী তিতিক্ষা দাসের সাবলীল অভিনয় মন ছুঁয়েছে দর্শকদের। আর নায়ক সৌরনীলের (Souroneel) চরিত্রে অভিনেতা মৈনাক বন্দ্যোপাধ্যায়ের অভিনয়ও এককথায় অনবদ্য।
শুরু থেকেই দেখা যাচ্ছে নিজের বাড়িতেই নিজের মা আর দিদির কাছে একেবারে কোনঠাসা মেঘ। তাঁর পছন্দ-অপছন্দ, চাওয়া না পাওয়ার কোনো দাম নেই তাঁর নিজের মা আর দিদির কাছে। বাড়িতে মেঘের একমাত্র ভরসার স্থান হলেন তাঁর বাবা। ছোটবেলা থেকে মেঘকে এটাই বোঝানো হয়েছে তাঁর জন্মই যেন হয়েছে রক্ত দিয়ে নিজের অসুস্থ দিদি ময়ূরীকে বাঁচিয়ে রাখার জন্য।
ধারাবাহিকের নিয়মিত দর্শকরা জানেন এই মুহূর্তে ইচ্ছেপুতুলের প্রোব রয়েছে টানটান উত্তেজনা। বিয়ের আগে মেঘকে ভালোবাসার কথা সৌরনীল নিজে মুখে ময়ূরীকে জানিয়েছিল। কিন্তু সব জেনে শুনেই একপ্রকার জোর করেই বিয়ে করতে চেয়েছিল সে। কিন্তু শেষ মুহূর্তে পাশা পাল্টে দেয় সৌরনীল। বিয়ের পিঁড়িতে বসার ঠিক আগেই বাড়িভর্তি লোকজনের সামনে মেঘকে ভালোবাসার কথা এবং বিয়ের কথা জানায় সে।
তারপর থেকেই ছোট মেয়ে মেঘেকে যাচ্ছে তাই ভাবে অপমান করে চলেছে মেঘের মা। এমনকি সবার সামনে তিনি মেঘকে বলেও টেন অষ্টমঙ্গলায় সে যেন না আসে। এসব শুনে নিজেকে আর ঠিকরাখতে পারেনি সৌরনীল। নিজের বিবাহিত স্ত্রীকে লাগাতার নিজের মায়ের কাছেই এভাবে অপমানিত হতে দেখে মুখের ওপর করা জবাব দে সৌরনীল।
এই পর্বের একটি ছোট ভিডিও শেয়ার করা হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেই ভিডিওর কমেন্ট সেকশনে মেঘের মায়ের ওপর ক্ষোভ উগরে দিয়েছেন দর্শক। একজন মা হয়ে নিজের মেয়ের সাথে তিনি এমনটা কি করে করতে পারছেন সেটাই সবার প্রশ্ন। তাই কেউ মেঘের মাকে কটাক্ষ করে বলেছেন ‘মা নামের কলঙ্ক’। আবার কেউ বলেছেন ‘সৎ মায়েরও অধম’।