জি বাংলার (Zee Bangla) পর্দায় সম্প্রচারিত জনপ্রিয় সিরিয়াল ‘ইচ্ছে পুতুল’ (Icche Putul)-এর বয়স বেশীদিন নয়। তবে এই অল্প কয়েকদিনের মধ্যেই দর্শকমহলে এই সিরিয়ালের জনপ্রিয়তা রয়েছে চোখে পড়ার মতো। এই সিরিয়ালটি যারা নিয়মিত দেখেন তারা সকলেই জানেন ‘ইচ্ছে পুতুল’এর কাহিনী দুই বোন মেঘ আর ময়ূরীকে কেন্দ্র করে গড়ে উঠেছে।
একদিকে বড় বোন ময়ূরী (Mayuri) চরিত্রে শ্বেতা মিশ্র এবং ছোট বোন মেঘের (Megh) চরিত্রে দেখা যাচ্ছে টেলি অভিনেত্রী তিতিক্ষা দাস কে। আর নায়ক সৌরনীলের (Souroneel) চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় টেলি অভিনেতা মৈনাক বন্দ্যোপাধ্যায়।
মেঘের দিদি ময়ূরী ছোট থেকেই অসুস্থ। যার জন্য রক্তের প্রয়োজনে মেঘের ওপরেই সে নির্ভরশীল। কিন্তু ছোট থেকেই সে এতটাই স্বার্থপর যে এত করা সত্ত্বেও ছোট বোনের প্রতি কোনো কৃতজ্ঞতা নেই তার। উল্টে বোনের ভালোবাসার মানুষ সৌরনীলের সাথে বিয়ে করার জন্য উঠে পড়ে লেগেছে ময়ূরী।
সৌরনীলের সাথে তাঁর বিয়ের তোড়জোড় চলছে ঠিকই কিন্তু প্রকাশ্যে আসা প্রোমোতে আগেই দেখা গিয়েছে হাইভোল্টেজ ড্রামার সেই বিয়েতে সৌরনীল সিঁদুর পরাবে মেঘের সিঁথিতে। এসবের মধ্যেই দেখা যাচ্ছে এসে গিয়েছে সিরিয়ালের এক ধামাকা প্রমো।
এই প্রোমোতে দেখা যাচ্ছে বিয়ে করে সৌরনীলের সাথে শশুরবাড়ি এসেছে মেঘ। বৌ বরণ করার আগে সবাই জানতে পারে সৌরনীল ময়ুরী নয় বিয়ে করেছে মেঘের সাথে। এরপর মেঘ আলতায় পা ডুবিয়ে ঘরে প্রবেশ করবে সেইসময় সেখানে হঠাৎ করে এসে হাজির হয় ময়ূরী। দিদিকে দেখে অবাক হয়ে যায় মেঘ সহ উপস্থিত সকলে।
তখন দিদির কাছে মেঘের প্রশ্ন ‘তুই এখানে’? যা শুনে মুখের ওপর তাকে ময়ূরী জানায় তোর সাথেই তো আমার জীবন জড়িয়ে রয়েছে। তুই এখানে থাকলে আমাকেও তো এখানেই থাকতে হবে’। যা দেখে বিরক্ত হয়েছেন দর্শকদের একটা বড় অংশ। কেউ লিখেছেন ‘সেই এক ফুল দুই মালি কনসেপ্ট।’ তো কেউ আবার সিরিয়ালে এইসব দেখিয়ে সম্পর্ক নষ্ট করার অভিযোগ তুলেছেন।