• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বাস্তবেও মোহময়ী সুন্দরী ‘ইচ্ছে পুতুল’ নায়িকা, ছবি ভাইরাল হতেই নতুন বং ক্রাশ ‘মেঘ’ অভিনেত্রী

Published on:

Icche Putul MeghActress Titikha Das beautiful photos goes viral on social media

জি বাংলার (Zee Bangla) পর্দায় চলতি বছরের শুরুতেই অর্থাৎ ৩০ জানুয়ারি থেকে আরম্ভ হয়েছে এক আনকোরা সিরিয়াল ‘ইচ্ছে পুতুল’ (Icche Putul)। এই সিরিয়ালের নায়িকা মেঘের (Megh) চরিত্রে অভিনয় করেই দর্শকমহলে দারুন জনপ্রিয়তা পেয়েছেন মিষ্টি অভিনেত্রী তিতিক্ষা দাস (Titikha Das)।

ধারাবাহিকে সরল-সাধাসিধে,মুখচোরা স্বভাবের মেঘের চরিত্রে তিতিক্ষার সাবলীল অভিনয় অল্প দিনেই মন জয় করে নিয়েছে বাংলা সিরিয়ালপ্রেমী দর্শকদের। মেঘ আর ময়ূরী দুই বোনের ত্রিকোণ প্রেমের কাহিনী নিয়ে তৈরী  এই সিরিয়ালের শুরু থেকেই দেখা যাচ্ছে নিজের বাড়িতেই নিজের মা আর দিদির কাছে একেবারে কোনঠাসা মেঘ।

Icche Putul Megh Titikha Das Rachna Banerjee

তাঁর পছন্দ-অপছন্দ, চাওয়া না পাওয়ার কোনো দাম নেই তাঁর নিজের মা আর দিদির কাছে। বাড়িতে মেঘের  একমাত্র ভরসার স্থান হলেন তাঁর বাবা। ছোটবেলা থেকেই মেঘকে এটাই বোঝানো হচ্ছে তাঁর জন্মই যেন হয়েছে রক্ত দিয়ে নিজের অসুস্থ দিদি ময়ূরীকে বাঁচিয়ে রাখতে হবে।

New serial Iche putul full cast

আর ইদানিং দেখা যাচ্ছে কলেজের প্রফেসর সৌরনীল যাকে মেঘ মনে মনে পছন্দ করতো তাঁর সাথেই বিয়ে করার জন্য হ্যাংলামি করছে ময়ূরী। যা দেখে ভীষণ বিরক্ত দর্শক। প্রসঙ্গত এই ইচ্ছেপুতুল সিরিয়ালে অভিনয় করার আগে দর্শক তাঁকে দেখছেন কালার্স বাংলার ‘দত্ত অ্যান্ড বৌমা’ ধারাবাহিকে। এছাড়া মডেলিং অভিনয়ের পাশাপাশি তিতিক্ষা কাজ করেছেন বেশ কিছু মিউজিক ভিডিওতে।

Icche Putul Megh Titikha Das Rachna Banerjee

আদতে দত্তপুকুরের বাসিন্দা তিতিক্ষা কিছুদিন আগেই সিরিয়ালের অন্যান্য অভিনেত্রীদের সাথে এসেছিলেন রচনা বন্দোপাধ্যায় সঞ্চালিত জনপ্রিয় গেম শো ‘দিদি নাম্বার ওয়ান’ এর মঞ্চে। সেখানেই জানা গিয়েছে অভিনয়ের পাশাপাশি নাচেও নাকি দারুন পারদর্শী তিতিক্ষা। তবে একজন নৃত্যশিল্পী থেকে তিতিক্ষার অভিনেত্রী হয়ে ওঠার গল্পটা কিন্তু সিনেমার চিত্রনাট্যের চেয়ে কোনো অংশে কম নয়।

জি বাংলা,Zee Bangla,ইচ্ছে পুতুল,Icche Putul,মেঘ,Megh,তিতিক্ষা দাস,Titikha Das,অদেখা ছবি,Unseen Photo

এদিন পর্দার মেঘ কথায় কথায় জানান ইতিপূর্বে তিনি নাকি বহুবার রচনা বন্দোপাধ্যায়ের পিছনে দাঁড়িয়ে ব্যাকগ্রাউন্ড ডান্সার হিসাবে নাচ করেছেন। তিতিক্ষার কথায় জানা যায় তিনি নাকি জি বাংলার সারেগামাপা-র ওপেনিংয়েও পারফর্ম করেছিলেন।

জি বাংলা,Zee Bangla,ইচ্ছে পুতুল,Icche Putul,মেঘ,Megh,তিতিক্ষা দাস,Titikha Das,অদেখা ছবি,Unseen Photo

এমনিতে সিরিয়ালে সারাক্ষণ সালোয়ার কামিজ পড়লেও বাস্তবে কিন্তু দারুন স্টাইলিশ পর্দার মেঘ। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ওয়েস্টার্ন ড্রেসে থাকা পর্দার মেঘ ওরফে মডেল তিতিক্ষার বেশ কিছু সুপার হট ছবি। যা শেয়ার করে এক অনুরাগী লিখেছেন ‘মেঘ যে এতো সুন্দর এতো হট দেখতে সিরিয়ালে বোঝাই যায় না। এটা নাকি ইচ্ছে পুতুল এর মেঘ ভাবা যায়!’

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥