চোখ ডলে নিয়ে দেখলেও ধরতে পারবেন না কে আসল আর কে নকল। আজ্ঞে হ্যাঁ, হুবুহু শাহরুখ খানের (Shah Rukh Khan) মত দেখতে এক নেটিজেনের খোঁজ পেতেই এখন উত্তাল সোশ্যাল মিডিয়া। পাশাপাশি দুজনের ছবি রাখলে আপনি ভিরমি খেতে বাধ্য।
বলিউডের বেশিরভাগ সেলিব্রিটিদেরই প্রায় ‘হামশকল’ রয়েছে। সুশান্ত সিং রাজপুত, সলমন খান, ঐশ্বর্য রাই, অজয় দেবগণ, থেকে শুরু করে কিং খান সকলের চেহারার সাথে মিলই আগেও পাওয়া গেছে।

কিন্তু সম্প্রতি আর এক ব্যক্তির খোঁজ পাওয়া গেছে নেটদুনিয়ায়, তিনি যেন পুরোপুরি শাহরুখের জেরক্স কপি। ব্যক্তির নাম ইব্রাহিম কাদরি। তাকে দেখে নেটবাসীর মন্তব্য, ‘এ যেন হুবহু শাহরুখ’!

শুধু দেখতেই যে তিনি বলি বাদশা এমনটা নয়, হাবে ভাবে, সাজেগোজেও অভিনেতার সঙ্গে ইব্রাহিমের চূড়ান্ত মিল। শাহরুখের মতো চালচলনও তিনি রপ্ত করে ফেলেছেন। আর হুহু করে বেড়ে চলেছে তার ফলোয়ার্স। দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে’, ‘রইস’ ছবির দৃশ্যকে নিজের মতো করে শ্যুট করে সেগুলো ইনস্টাগ্রামে দেন ইব্রাহিম। আর তাতেই হতবাক নেটিজেনরা।

কয়েক বছর আগেও এক নকল শাহরুখের খোঁজ মিলেছিল। প্রসঙ্গত, দিন কয়েক আগেই সোশ্যাল মঞ্চে (Social Media) ভাইরাল (Viral) হয়েছে শচীন তিওয়ারি (Sachin Tiwari) নামক এক ব্যক্তির ছবি, যাঁকে হুবহু দেখতে সুশান্তের মত! স্বাভাবিকভাবেই ভাইরাল হয়ে গেছে শচীনের ছবি। ইতিপূর্বে খেলোয়াড় থেকে নামী তারকা, প্রত্যেকের জমজদের খুঁজে পাওয়া গেছে বারংবার। সোশ্যাল মিডিয়ায় ঘোরাফেরা করেছে তাঁদের ছবি। একইভাবে শচীনের ছবিও ভাইরাল সামাজিক মাধ্যমে।














