• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

এক সুন্দরী ললনার সাথে ডেটিং করছে ইব্রাহিম খান, জানতে পেরে কি বললেন বাবা সাইফ আলী খান!

Published on:

ইব্রাহিম খান (Ibhrahim Khan), সাইফ আলী খান (Saif Ali Khan) ও কারিনার (Kareena) ছেলে। শীঘ্রই বলিউডে পা রাখতে চলেছেন ইব্রাহিম খান। ইব্রাহিমের বলিউডে প্রবেশের খবর জানিয়েছিলেন বাবা সাইফ আলী খান নিজেই। খবর প্রকাশ্যে আস্তে তা সংবাদ মাধ্যমে আলোচনার কারণ হয়ে গিয়েছিল। এবার আবারো একটি ঘটনা নিয়ে সংবাদ মাধ্যমের শিরোনামে এসেছেন সাইফ পুত্র ইব্রাহিম খান।

যেমনটা জানা যাচ্ছে, এক সুন্দরী মহিলার সাথে ডেটিং করছে ইব্রাহিম খান। সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়ী ইব্রাহিম এক বিখ্যাত ইউটিউবার কে ডেট করছেন। বিখ্যাত সেই মহিলা ইউটিউবার হলেন মেঘনা কৌর (Meghna Kaur)। ইব্রাহিম খানের মত মেঘনারও সোশ্যাল মিডিয়াতে ব্যাপক জনপ্রিয়তা রয়েছে। আর এই মেঘনা কৌরকে ডেটিং করা নিয়েই আজকাল সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সংবাদ মাধ্যমের চর্চার বিষয় হয়ে রয়েছেন ইব্রাহিম  খান।

আরো জানা যাচ্ছে এই খবর প্রকাশ্যে আসতে ছেলের  ডেটিং করার কথা জানতে পারেন বাবা সাইফ আলী খান। কিছুদিন আগেই ছেলের বলিউডের পা রাখার কথা ঘোষণা করেছেন সাইফ। তাই ছেলেকে এই মুহূর্তে নিজের কেরিয়ার ও কাজের দিকে বিশেষ মনোযোগ দেবার জন্য বলেছেন সাইফ। সাইফ এর আগে ছেলে ইব্রাহিমকে নিয়ে বলেছেন, ‘ইব্রাহিম একজন হ্যান্ডসম ও প্যাশনেট ছেলে। সিনেমায় ইব্রাহিমকে দেখে আশা করি সকলের ভালোই লাগবে।’

প্রসঙ্গত, সাইফ আলী খানের প্রথম পক্ষের স্ত্রী অমৃতা সিং এর ছেলে ইব্রাহিম। ইব্রাহিম ছাড়াও আরেক সন্তান সারা আলী খান আছে প্রথম পক্ষে। সারা আলী খান ইতিমধ্যেই বলিউডে পা রেখেছেন ও একেরপর এক ছবিতে নিজের অভিনয়ের মাধ্যমে নিজের জনপ্রিয়তা তৈরী করেছেন। এখন অপেক্ষা ইব্রাহিম খানের বলিউডে অভিষেক নিয়ে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥