• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বয়সে বুড়ি হলেও শখ ষোলো আনা! ছেলের বয়সি ইব্রাহিমের সাথে জুটি বাঁধছেন কাজল

Published on:

Ibrahim Ali Khan debeu in Bollywood with Kajol

বলিউডের (Bollywood) নামী অভিনেতা সইফ আলি খান গত কয়েক দশক ধরে ইন্ডাস্ট্রিতে রাজত্ব করছেন। তাঁর এবং অভিনেত্রী অমৃতা সিংয়ের মেয়ে সারা আলি খানও বি টাউনের পরিচিত অভিনেত্রীদের মধ্যে একজন। এবার শীঘ্রই ডেবিউ করতে চলেছেন সইফ পুত্র ইব্রাহিম আলি খান (Ibrahim Ali Khan)। সম্প্রতি সেই ছবি নিয়েই একটি বড় আপডেট সামনে এসেছে যা শুনে কপালে হাত পড়েছে নেটিজেনদের।

ইব্রাহিম বলিউডের অন্যতম জনপ্রিয় স্টারকিডদের মধ্যে একজন। অনেকদিন ধরেই শোনা যাচ্ছিল, তাঁর ডেবিউর কথা। এবার জানা গিয়েছে, তাঁর ডেবিউ সংক্রান্ত ঘোষণা স্রেফ সময়ের অপেক্ষা। ছবির পরিচালক, নায়িক-নায়িকা সব ঠিক হয়ে গিয়েছে। বি টাউনের বহু স্টারকিডের মতো ইব্রাহিমও করণ জোহরের হাত ধরেই ইন্ডাস্ট্রিতে পা রাখবেন।

Ibrahim Ali Khan Karan Johar

তবে চমক এখানে নয়, চমক রয়েছে অন্য এক জায়গায়। সেটি হল ছবির নায়িকার নাম। সম্প্রতি প্রকাশ্যে এসেছে ইব্রাহিমের ডেবিউ ছবির নায়িকার নাম। আর তা শুনে চোখ কপালে উঠেছে নেটিজেনদের। কারণ ইব্রাহিমের ডেবিউ ছবির যিনি নায়িকা তিনি একসময় তাঁর পিতা সইফের নায়িকা হয়েছিলেন। বয়সের দিক থেকে তিনি প্রায় ইব্রাহিমের মায়ের বয়সী।

ইব্রাহিমের ডেবিউ ছবির পরিচালনা বলিউডের নামী অভিনেতা বোম্যান ইরানির ছেলে কায়োজ করবেন। আর বিভিন্ন মিডিয়া রিপোর্ট থেকে জানা গিয়েছে, ছবিতে মুখ্য চরিত্রে দেখা যাবে নামী অভিনেত্রী কাজলকে (Kajol)। হ্যাঁ, ঠিকই দেখছেন। সইফ পুত্রের প্রথম ছবিতে নায়িকার চরিত্রে ‘দিলওয়ালে দুলহনিয়া লে জায়েঙ্গে’ খ্যাত অভিনেত্রীকেই দেখা যাবে।

Ibrahim Ali Khan Kajol

বিভিন্ন নামী সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, কাজলকে মানসিক দিক থেকে প্রচণ্ড মজবুত এক নারীর চরিত্রে দেখানো হবে এবং ইব্রাহিমের সঙ্গে অনেকটা স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে। যদিও এখনও জানা যায়নি, ছবিতে তাঁর এবং ইব্রাহিমের সম্পর্কের ধরণ কেমন হবে।

প্রসঙ্গত, কাজল ইব্রাহিমের পিতা সইফের সঙ্গে বেশ কিছু ছবিতে কাজ করেছেন। সেই লিস্টে নাম রয়েছে ‘দিল্লগি’, ‘হামেশা’, ‘তানহাজিঃদ্য আনসাং ওয়ারিয়র’এর মতো সিনেমার। এবার সেই অভিনেত্রীই তাঁর ছেলের সঙ্গে কাজ করতে চলেছেন। অপরদিকে যদি ইব্রাহিমের ডেবিউর দিক থেকে বলা হয়, তাহলে অভিনেতা হওয়ার আগে সহকারী পরিচালক হিসেবে কাজ করছেন তিনি। করণ জোহর পরিচালিত ‘রকি অউর রানী কি প্রেম কাহিনী’তে সহকারি পরিচালকের ভূমিকায় কাজ করেছেন ইব্রাহিম। এই ছবিতে আলিয়া ভাট, রণবীর সিং, ধর্মেন্দ্র, জয়া বচ্চন এবং শাবানা আজমি অভিনয় করেছেন।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥