আগামীকাল গোটা দেশ ব্যাপী ধর্মঘট। গোটা দেশে জুড়ে ২৬ শে নভেম্বর ধর্মঘটের ডাক দিল অল ইন্ডিয়ান ব্যাঙ্ক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন (AIBEA)। আনুষ্ঠানিক ভাবেই সারা দেশ ব্যাপী এই ঘর্মঘটের ডাক দিয়েছে আইবিইএ। ধর্মঘটের কারণ হিসাবে উঠে আসছে কেন্দ্রীয় সরকারের ‘জন বিরোধী শ্রম নীতি’। শুধু যে সারা দেশের ব্যাঙ্ক কর্মচারীরা এই ধর্মঘটে অংশ নিচ্ছেন তাই নয়। রিজার্ভ ব্যাঙ্কের কর্মচারীরাও এই ধর্মঘটের সমর্থনে যোগদান করবেন বলেই জানা যাচ্ছে। ধর্মঘট হলে ব্যাহত হয় বাঙ্কিং পরিষেবা, তাই স্বাভাবিকভাবেই আগামীকাল পরিষেবা ব্যাহত হবার আশঙ্কা থাকছে। এমনকি ব্যাঙ্কিং ব্যবস্থা এক দিনের জন্য অচল পর্যন্ত হয়ে যেতে পারে!
অল ইন্ডিয়ান ব্যাঙ্ক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন (AIBEA) এর ধর্মঘটের কারণ হিসাবে কিছু কারণ উঠে এসেছে। যার মধ্যে রয়েছে ফিক্সড ডিপোজিটের সুদের (FD Interest) হার যা কমতে কমতে তলানিতে এসে ঠেকেছে। এই সুদের হার কমে যাওয়ায় বহু সাধারণ মানুষের জীবনে প্রভাব পড়েছে। বিশেষত প্রবীণ নাগরিকেরা যাদের একমাত্র ভরসা ফিক্সড ডিপোজিটের সুদ তারা বেকায়দায় পরে গিয়েছেন। এর সাথে রয়েছে ব্যাঙ্কিং পরিষেবা বেসরকারিকরণ ও নতুন পেনশন নীতি।
চলতি মাসেই কিছু রাষ্ট্রায়াত্ত ব্যাঙ্ক তাদের সুদের হার কমিয়ে দিয়েছে। সরকারি ব্যাঙ্ক সুদ কমালে বাকি ব্যাংকগুলিও একই পথে হাঁটা দেবে। তাছাড়া ব্যাঙ্কের কাজ চালানোর মত কর্মী নিয়োগ প্রায় বন্ধ হয়ে গিয়েছে। শূন্য পদ খালি পরে রয়েছে। শুন্য পদে নিয়োগ হলে যেমন ব্যাঙ্কিং পরিষেবার উন্নতি হবে তেমনি কিছু রোজগার বাড়বে। তাই শুন্য পদে নিয়োগের দাবিও থাকছে এই ধর্মঘটের কারণের মধ্যে।
এইসমস্ত কারণেই ধর্মঘটের ডাক দিয়েছে ব্যাঙ্কিং এমপ্লয়ীজ সংস্থা AIBEA। তবে মুশকিল হল এমাসের ২৮, ২৯ ও ৩০ তারিখ ব্যাঙ্ক বন্ধ থাকবে। ২৮ ও ২৯ চতুর্থ শনি ও রবিবার অন্য দিকে ৩০শে নভেম্বর গুরু নানকের জন্মদিন। সেখানে আরেকটি কাজের দিন কমে গেলে চরম ভোগান্তিতে পড়তে হতে পারে সাধারণ মানুষ থেকে ব্যবসায়ী সকলকেই।