সোশ্যাল মিডিয়াতে মাঝে মধ্যেই নানান ভাইরাল ভিডিও দেখতে পাওয়া যায়। কখনো হাসি মজার তো কখনো অবাক করে দেবার মত সব দৃশ্য দেখতে পাওয়া যায় এই ভাইরাল ভিডিওগুলির মাধ্যমেই। শুধু যে মানুষের তা কিন্তু একেবারেই নয়। মানুষ তো বটেই পশু পাখিদেরও নানান কর্মকান্ড দেখতে পাওয়া যায় এই ভাইরাল ভিডিও গুলির মধ্যে দিয়ে। মডার্ন যুগের মানুষেরা সোশ্যাল মিডিয়াকেই প্রচারের মাধ্যম হিসাবেও বেছে নিয়েছেন।
বহু প্রতিভার ভিডিও দেখতে পাওয়া যায় ভাইরাল ভিডিওগুলির মধ্যে দিয়ে। যেমন কেউ দুর্দান্ত নাচতে পারে তো কেউ গান গাইতে পারে। একেবারে খুদে থেকে শুরু করে থুরথুরে বুড়োবুড়িদের নাচ গান সবই থাকে সোশ্যাল মিডিয়াতে। আবার কখনো বাড়ির পোষ্যের নানান কীর্তি ক্যামেরাবন্দি করে শেয়ার করেন অনেকে। যা মুহূর্তের মধ্যে হাজারো লোকের কাছে পৌঁছে যায় আর ভাইরাল হয়ে পরে।
সম্প্রতি এক ভাইরাল ভিডিওতে এক অসাধারণ প্রতিভার দেখা মিলেছে। যেখানে সামান্য গাছে উঠতেই রীতিমত প্রশিক্ষণ নিতে হয় নাহোলেই গাছ থেকে পড়ে হাড়গোড় ভাঙার সম্ভবনা থাকে। সেখানে ছোট্ট একটি মেয়ে দিব্যি ঘরের কঙ্ক্রিটের পিলারে উঠে পড়ছে। না কোনো স্পেশাল যন্ত্রপাতি ছাড়াই বুট পরে আর নিজের ছোট্ট ছোট্ট হাতে ধরেই পিলারে উঠে পড়ছে সে।
This Kid is my Guru ???? ???? ???????? pic.twitter.com/eiUPxxLzzG
— M V Rao @ Public Service (@mvraoforindia) May 27, 2021
ভিইডিতো সোশ্যাল মিডিয়া মাধ্যমে টুইটারে শেয়ার করা হলে আইএএস অফিসার ডঃ এম.ভি. রাও এর নজরে পড়েছে। এরপর ভিডিওটি তিনি নিজেই শেয়ার করেছেন। ভিডিওটি শেয়ার করে তিনি ক্যাপশনে লিখেছেন, ‘এই বাচ্চাটি আমার গুরুদেব’। অর্থাৎ ছোট্ট মেয়েটিকেই নিজের গুরু হিসাবে মানে নিয়েছেন আইএএস অফিসার। সত্যিই যেখানে বড়বড় লোকেরা গাছে উঠতে ভয় পায় সেখানে এই ছোট্ট মেয়েটি যা করেছে তা সত্যিই প্রশংসনীয়।
ভিডিওটি শেয়ার হবার পর থেকে ইতিমধ্যেই বেশ ভাইরাল হয়ে পড়েছে। ১৮ হাজার মানুষ এই ভিডিওটি দেখেছেন। দেখার পর আইএস অফিসারের মত বাকিরাও ছোট্ট মেয়েটির এই দুর্দান্ত সাহসী প্রতিভাকে কুর্নিশ জানিয়েছেন।