• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

হলিউডে কাজ দেব! জ্যাকলিনকে এই ‘ভুয়ো’ টোপই দিয়েছিলেন প্রতারক প্রেমিক সুকেশ

Published on:

Jacqueline Fernandez,Salman khan,chandrasekhar,জ্যাকলিন ফার্নান্দেজ,সালমান খান,চন্দ্রশেখর,নোরা ফাতেহি,Nora Fatehi

এই মুহুর্তে বলিউড তারকাদের থেকেও বেশি শিরোনামে রয়েছেন প্রতারক সুকেশ চন্দ্রশেখর (Sukhesh chandrasekhar)। সম্প্রতি তার নাম প্রকাশ্যে আসে বলিউডের হটবোম্ব জ্যাকলিন ফার্নান্ডেজের সঙ্গে তার একটি ঘনিষ্ঠ ছবি ভাইরাল হওয়ার পর থেকেই। এই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ রয়েছে এক বছর ধরে জনৈক ব্যবসায়ীর থেকে ২০০ কোটি টাকা হাতিয়েছেন তিনি। এছাড়াও টাকা কড়ি তছরুপের ২০ টি মামলা ঝুলছে তার নামে।

চন্দ্রশেখর, যিনি বালাজি নামেও পরিচিত, তিনি কিছু লোককে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে প্রতারণা করেছিলেন। একজন রাজনীতিকের আত্মীয় হিসাবে জাহির করে, তিনি, ১০০ জনেরও বেশি লোককে প্রতারিত করেছেন বলে খবর এবং তাদের ৭৫ কোটি টাকা আত্মস্যাৎ করেছেন। তথ্য অনুসারে, চন্দ্রশেখর এবং তার কথিত বান্ধবী লীনা মারিয়া পলকে চেন্নাই-ভিত্তিক কানারা ব্যাঙ্কের সাথে প্রতারণা করার জন্য ২০১১ সালে পুলিশ গ্রেপ্তার করেছিল। পরে দুজনেই জামিনে বেরিয়ে আসেন।

Jacqueline Fernandez,Salman khan,chandrasekhar,জ্যাকলিন ফার্নান্দেজ,সালমান খান,চন্দ্রশেখর,নোরা ফাতেহি,Nora Fatehi

শোনা যায়, জ্যাকলিনের সাথেও প্রেমের নামে দীর্ঘদিন ভুয়ো প্রতিশ্রুতি দিয়ে গিয়েছেন সুকেশ। দামি দামি উপহারে অভিনেত্রীকে ভরিয়ে দেওয়ার পাশাপাশি হলিউডে কাজ পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন চন্দ্রশেখর। নিজেকে সান টিভির অধিকর্তা বলে দাবি করে ওই ব্যক্তি ভারতে অত্যাধুনিক ভিএফএক্স যুক্ত এক নারীকেন্দ্রিক সুপার হিরো চরিত্রে জ্যাকলিনকে কাস্ট করার ইচ্ছেও নাকি প্রকাশ করেছিলেন।

Jacqueline Fernandez জ্যাকলিন ফার্নান্ডেজ

এছাড়াও দক্ষিণী ছবিতেও জ্যাকলিনকে বড় ব্রেক দেওয়ার প্রতিশ্রুতি দেন সুকেশ। বলাই বাহুল্য, জ্যাকলিন বলিউডে সালমান খানের হাত ধরে পা রাখলেও নিজের বিশেষ জায়গা পোক্ত করতে পারেননি। তাই এই সব প্রলোভনে হয়ত খুব সহজেই পা দিয়ে ফেলেছিলেন জ্যাকলিন। শুধু তাই নয় জ্যাকলিনকে হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলির সঙ্গেও তুলনা করে বসেন সুকেশ।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥