এযাবৎকালে আল্লু অর্জুন (Allu Arjun) হয়ে উঠেছেন সিনেমার কিংবদন্তি। একজন সফল চলচ্চিত্র নির্মাতার ছেলে আল্লু অর্জুন খুব অল্প বয়স থেকেই অভিনয় শুরু করেছিলেন ,কিন্তু প্রথম দিকে সেভাবে সাফল্য পাননি অভিনেতা। অবশেষে ‘গোপী’ সিনেমা থেকে তিনি ‘নায়ক’ হিসেবে পরিচিতি পেতে শুরু করেন। তার চলচ্চিত্রগুলো ইউটিউব এবং স্যাটেলাইট চ্যানেলে বিশ্বের সবচেয়ে বেশি দেখা চলচ্চিত্র হয়ে উঠেছে। এটাও মজার যে OTT-তে মুক্তির পরেও, দর্শকরা এখনও তার ছবি ‘পুষ্পা ‘দেখতে সিনেমা হলে আসছেন। শুধু দক্ষিণ ভারত কেন সারা দেশের আইকন ষ্টার হয়ে উঠেছেন আল্লু।
সম্প্রতি এক সাক্ষাৎকারে খোলামেলা আলোচনায় নিজের ব্যক্তিগত ,পেশাগত সমস্তরকম বিষয় নিয়েই আলোচনা করেছেন পুষ্পা ওরফে আল্লু অর্জুন। পুষ্পার বিপুল সাফল্যের পর আল্লু অর্জুন জানান ,’ শিল্পী হিসেবে প্রত্যেক অভিনেতাই চান অনেক বেশি দর্শকের কাছে পৌঁছাতে। আমি আনন্দিত যে আমি আগের চেয়ে বেশি লোকের কাছে পৌঁছাতে পেরেছি।’
বলিউড প্রসঙ্গে আল্লু অর্জুন জানান , পুষ্পা হিন্দিতে মুক্তি পাওয়ার পর তার সাফল্যই বুঝিয়ে দিয়েছে ভালো কাজ হলে ভাষাটা সেখানে কোনও বাধা হয়ে দাঁড়াতে পারেনা। আল্লু অর্জুনের আর্তি , অন্যান্য ভাষার শিল্পীরাও যদি তাদের সাথে মাইল কাজ করেন তাহলে সিনেমা আরও বেশি দর্শক পাবে, এর ক্ষেত্র বিরাট হবে ,এবং আয়ও বাড়বে।
তিনি আরও জানান , আগে এই বিচ্ছেদ খুব স্পষ্ট ছিল। দক্ষিণের ছবি আগে উত্তর ভারতে চলত না। দক্ষিণে হিন্দি ছবি চলত না। কিন্তু, এখন এই সীমা হারিয়ে যাচ্ছে। এখানে আমি বলতে চাই যে অতীতে ‘হাম আপকে হ্যায় কৌন’ বা ‘দিল ওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে’-এর মতো ভালো ছবি তৈরি হলেও, দক্ষিণ ভারতের মানুষ এই ছবি দেখতেন না কেনা ছবিটি হিন্দিতে ছিল।কিন্তু যখন একটা ফিল্ম সার্বজনীন হয়ে যায়, তখন সেই ফিল্ম রাজ্য ও ভাষার বাইরে চলে যায়। একইভাবে আমি মনে করি তেলেগু চলচ্চিত্রের বিষয়বস্তু বা বলুন দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রের বিষয়বস্তু সর্বজনীন হয়ে উঠছে এবং হিন্দি সিনেমার বিষয়বস্তুও সর্বজনীন হয়ে উঠছে। উত্তর ও দক্ষিণের এই পার্থক্য এখন লোপ পাচ্ছে এবং যাই হোক না কেন সিনেমা হয়ে উঠছে ভারতীয় সিনেমা।’
আজকাল আল্লু অর্জুনের চাহিদা সারা দেশেই ,তবু একটা ব্যাপারে অভিনেতা খুব কঠোর। তিনি সাফ জানিয়েছেন তিনি এমন কোনও ছবি করবেন না যা তার বৌ ,মেয়ের সাথে বসে দেখা যায়না। তার কোথায় ‘যদি আমার পরিবারের সাথে আমার চলচ্চিত্র দেখতে স্বাচ্ছন্দ্যবোধ করতে না পারি তবে আমি এমন চলচ্চিত্র করব না’ .