• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

অভিনয় ছেড়ে ধর্মের পথ বেছে নেব! বিয়ের পর সেসব ভুলে বরের সাথে হানিমুনে মজেছেন সানা খান

Published on:

ধর্মের পথ অনুসরণ করতে চান বলে অভিনয় ছেড়েছিলেন সানা খান। ‘জয় হো’ সিনেমায় সালমানের বিপরীতে পর্দা কাঁপিয়েছিলেন সানা, বিগবস-৬ এর প্রতিযোগী হিসেবেও বিপুল জনপ্রিয়তা কুড়িয়েছিলেন তিনি।কিন্তু সেসব ছেড়ে, আল্লাহার নির্দেশেই বাকি জীবন কাটিয়ে দেবেন বলেই ঠিক করেছিলেন সানা। কিন্তু তার দিন কয়েক পরেই গুজরাতের মৌলানা অনস সাঈদকে বিয়ে করে সংসার পাতেন সানা। আর এরপরেই তাকে নিয়ে শুরু হয় নেটপাড়ায় জোর শোরগোল। আল্লাহর নির্দেশের গুজরাতের মৌলানাকে বিয়ে করেছেন বলে সানা জানালেই তাঁকে ট্রোল করতে শুরু করেন নেট জনতার একাংশ।

সব ছেড়েছুড়ে ধর্মের পথ অনুসরণ করতে চাওয়া অভিনেত্রী এখন একেবারে জাঁকিয়ে সংসার করছেন। সম্প্রতি হানিমুনে কাশ্মীর উড়ে গিয়েছেন সানা-সাঈদ। সেখানে গিয়ে একেরপর এক ছবিও পোস্ট করছেন প্রাক্তন অভিনেত্রী। কাশ্মীরের গুলমার্গে বর সাঈদের সঙ্গে তুষারপাত উপভোগ করতে করতে রোমান্টিক তাদের মুহূর্তের ছবি ইতিমধ্যেই তুমুল ভাইরাল নেটপাড়ায়।

মাথায় হিজাব আর স্টাইলিশ নিয়ন জ্যাকেটে শীতের পোশাকেও নজর কেড়েছেন সানা। সাঈদকেও দেখা গিয়েছে ভিন্ন পোশাকে। বিয়ের পর থেকেই তাদের ছবি দাপিয়ে বেড়াচ্ছে নেটপাড়া জুড়ে। গত ২০ শে নভেম্বর সাঈদকে বিয়ে করে, তাকে সবার সাথে পরিচয় করিয়ে দেন সানা। আর তারপর থেকেই তাকে নিয়ে উঠছে বিতর্কের ঝড়।

 

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥