• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

এমন একটা মানুষের জন্যেই অপেক্ষা করতাম! স্বামীকে নিয়ে মুখ খুললেন সানা খান

Published on:

ধর্মের পথ অনুসরণ করতে চান বলে অভিনয় ছেড়েছিলেন সানা খান। ‘জয় হো’ সিনেমায় সালমানের বিপরীতে পর্দা কাঁপিয়েছিলেন সানা, বিগবস-৬ এর প্রতিযোগী হিসেবেও বিপুল জনপ্রিয়তা কুড়িয়েছিলেন তিনি।কিন্তু সেসব ছেড়ে, আল্লাহার নির্দেশেই বাকি জীবন কাটিয়ে দেবেন বলেই ঠিক করেছিলেন সানা। কিন্তু তার দিন কয়েক পরেই গুজরাতের ব্যবসায়ী মৌলানা আনাস সাঈদকে বিয়ে করে সংসার পাতেন সানা। আর এরপরেই তাকে নিয়ে শুরু হয় নেটপাড়ায় জোর শোরগোল।

অনেকের বক্তব্য, সানার স্বামীই তাকে অভিনয় ছাড়তে বাধ্য করেছেন। এবার এই সমস্ত বক্তব্যের বিরুদ্ধে মুখ খুললেন সানা, স্বামী আনাসের প্রসঙ্গে প্রাক্তন অভিনেত্রী জানান,তিনি রাতারাতি আনাসকে বিয়ে করার সিদ্ধান্ত নেননি। এমন একজনকে পাওয়ার জন্যেই বছরের পর বছর প্রার্থনা করে এসেছেন তিনি। আনাস ও জানান, তিনি কখনোই তার স্ত্রীকে অভিনয় ছাড়তে বলেননি। এসব যারা বলছে তারা সংকীর্ণ মানসিকতার।

সানা আরও জানান, “ওর যেটা ভালোলাগে যে ও আপাদমস্তক ভদ্রলোক। এবং ও সুপুরুষ।” অন্যদের ওর সম্পর্কে এমন মনে না হলে তাতেও সানার কিছু যায় আসেনা বলেই জানান তিনি।

অন্যদিকে আনাস বলেন, ” আমি কোনোদিন সানার ব্যক্তিগত বিষয়ে হস্তক্ষেপ করিনি। ও নিজেই হিজাব নেওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু কিছু লোক ভাবতে শুরু করে লকডাউনে কাজ না থাকায় ও এই সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু আসলে ও অনেকদিন ধরেই নিজের কাজের সাথে দূরত্ব তৈরি করছিল। ও যখন চলচ্চিত্র জগৎ ছাড়ার সিদ্ধান্ত নেয় আমি হতবাক হয়ে গিয়েছিলাম কারণ আমি চেয়েছিলাম ও আরেকটু সময় নিক।” আনাস আরও জানান, সানাকে বিয়ে করার জন্য তিনি ঈশ্বরের কাছে প্রার্থনাও করেছেন তাকে। সানাকে পেয়ে সে সত্যিই খুব খুশি বলে জানিয়েছেন আনাস।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥