সম্প্রতি ইতি ঘটেছে দীর্ঘদিনের বিতর্কের। অভিনেত্রী নুসরত জাহান (Nusrat Jahan) আগেই জানিয়েছিলেন অভিনেতা যশ দাশগুপ্তর (Yash Dasgupta) সঙ্গে চুটিয়ে নিজ পুত্রের অভিভাবকত্ব উপভোগ করছেন তিনি। নুসরত অন্তঃসত্ত্বা হওয়ার পর থেকেই ছায়ার মতো অভিনেত্রী পাশে পাশে ছিলেন যশ। কিন্তু ‘ঈশানের বাবা কে’ এই প্রশ্নটা প্রতিবারই কথার মারপ্যাঁচে এড়িয়ে যেতেন অভিনেত্রী।
কিন্তু কথায় বলে সত্য বেশি দিন চাপা থাকেনা। মিডিয়া বা সামাজিক মাধ্যমে নুসরত নিজেকে সিঙ্গেল মাদার হিসেবে দাবি করলেও ঈশানের বার্থ সার্টিফিকেটেই সামনে এলো আসল সত্যি। যেখানে সদ্যজাতর নামের জায়গায় রয়েছে ঈশান জে দাশগুপ্ত। বলাই বাহুল্য যশের পদবীও দাশগুপ্ত।

তবে অনুমানের ভিত্তিতে নয়, প্রকাশ্যে এসেছে নুসরত পুত্রের জন্মবৃত্তান্ত যেখানে ঈশানের বাবার নামের জায়গায় জ্বলজ্বল করছে দেবাশিষ দাশগুপ্ত, যা যশের পোশাকি নাম। অতএব, এতদিনের সর্বাধিক চর্চিত বিতর্কে অবশেষে ইতি পড়ল। কেবল মায়ের পরিচয় নয় ঈশান বড় হয়ে উঠবে বাবা মা উভয়ের পরিচয়েই।

এদিকে দিন কয়েক আগেই যশের প্রাক্তন স্ত্রী শ্বেতা সিংহ কালহানস সংবাদ মাধ্যমকে জানান, তিনি এখন মুম্বই নিবাসী একজন সংবাদ কর্মী। এতদিন পর্যন্ত নিভৃতবাসেই ছিলেন তিনি। অনেক দিন হল যশের সঙ্গে তার বিবাহ বিচ্ছেদ হয়ে গিয়েছে। তবে তাদের একটি বছর ১০ একের পুত্র সন্তানও রয়েছে।
এতদিন পর্যন্ত এই তথ্যটি গোপনই রেখেছিলেন অভিনেতা যশ দাশগুপ্ত। কিন্তু ঈশানের বাবা হিসেবে তার পরিচয় সামনে আসার পরই এক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে যশ জানান, ‘আমার ছেলে আছে, যার ইতিমধ্যেই ৯ বছর বয়স হয়ে গেছে’। অন্যদিকে ছোট্ট ঈশান নাকি অভিনেতার স্ট্রেস বাস্টার। দিনের বেশ কিছুটা সময় ঈশানের জন্যই বরাদ্দ অভিনেতার।














