• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বাবা-মা মরা মেয়ে, কষ্টে ভরা জীবন! পর্দার ‘জবা’ পল্লবী শর্মার জীবনকাহিনী শুনে চোখে জল দর্শকদের

Updated on:

I don’t have friends, don’t like to party, says Ke Apon Ke Por fame Pallavi Sharma

বাংলা ধারাবাহিকের (Bengali Serial) ইতিহাসের অন্যতম সেরা এবং হিট ধারাবাহিক ছিল ‘কে আপন কে পর’ (Ke Apon Ke Por)। সন্ধ্যা হলেই বাড়ির মা-কাকিমা থেকে শুরু করে বয়ঃজ্যেষ্ঠ মানুষেরা টিভি খুলে বসে পড়তেন পর্দায় জবা (Joba) এবং পরমের কাহিনী দেখবেন বলে। জবার চরিত্রে অভিনয় করে রাতারাতি দর্শকদের খুব কাছের হয়ে উঠেছিলেন অভিনেত্রী পল্লবী শর্মা (Pallavi Sharma)।

এক উচ্চ মধ্যবিত্ত পরিবারের আশ্রিতা হওয়া থেকে সেই বাড়ির বৌ এবং সব শেষে পড়াশোনা শিখে বিচারক হয়ে উঠেছিলেন জবা। আর এই গল্পের মাধ্যমেই দর্শকদের খুব কাছের হয়ে উঠেছিলেন পল্লবী। জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে গিয়েছিলেন তিনি।

Ke Apon Ke Por

দীর্ঘ ৩ বছর দর্শকদের ড্রয়িংরুমের এক গুরুত্বপূর্ণ অংশ হয়ে ছিলেন পল্লবী। জবা এবং পরমের মাখো মাখো প্রেমে মজেছিল দর্শকরাও। তবে সেই ধারাবাহিক শেষ হওয়ার পর অবশ্য টেলিভিশনের পর্দা থেকে একপ্রকার গায়েব হয়ে গিয়েছিলেন অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ থাকলেও, ছোটপর্দায় কিংবা বড়পর্দায় দেখা যায়নি তাঁকে। তবে দিন কয়েক আগে জনপ্রিয় রিয়্যালিটি শো ‘দিদি নম্বর ১’এ অবশ্য গিয়েছিলেন পল্লবী।

সেখানে গিয়ে চুটিয়ে আড্ডা দিয়েছেন রচনা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। এমনকি নিজের জীবনের নানান ওঠাপড়া নিয়েও মুখ খুলেছিলেন অভিনেত্রী। তিনি জানান, ছোটবেলাতেই মা-বাবাকে হারিয়েছেন তিনি। পিসির কাছেই মানুষ তিনি। বছর দু’য়েক আগে তাঁকেও হারান। এখন একাই থাকেন পল্লবী।

Pallavi Sharma

‘দিদি নম্বর ১’এর মঞ্চে জীবনের এই সকল ওঠাপড়া নিয়ে মুখ খুলেছেন ছোটপর্দার জবা। পাশাপাশি অভিনেত্রী তাঁর বিয়ের প্ল্যানিং নিয়েও মুখ খোলেন। পল্লবী বলেন, এই মুহূর্তে তাঁর জীবনে বিশেষ কেউ নেই। যদি ভবিষ্যতে কখনও কাউকে মনে ধরে তাহলে তাঁকেই বিয়ে করবেন তিনি।

পাশাপাশি পল্লবী এও জানান যে, সম্ভবত তিনিই টলিউডের একমাত্র নায়িকা যিনি পার্টি করতে পছন্দ করেন না। এখন বন্ধুদের থেকেও দূরে সরে গিয়েছেন নায়িকা। অভিনেত্রীর কথায়, খুবই বোরিং তাঁর জীবন। ছোটপর্দার জবার জীবনের এই ওঠাপড়ার গল্প শুনে তাঁকে আরও বেশি করে আপন করে নিয়েছেন দর্শকরা। এমনকি একথা শোনার পর অনেকের চোখে জলও এসেছে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥