একবছরের বেশি সময় ধরে পৃথিবীর বুকে দাপিয়ে বেড়াচ্ছে করোনা ভাইরাস (Corona virus)। দীর্ঘ কয়েকমাস লকডাউন (lockdown) এর জেরে কাজ গেছে অসংখ্যা মানুষের। ঠিক এই সময়েই দুর্দশা নেমে আসে জম্মু-র (Jammu) বাসীন্দা পূজা দেবীর (pooja devi) পরিবারেও।
পূজা দেবীর স্বামী কাজ করতেন হায়দরাবাদ -এর (Hyderabad) একটি নির্মাণ সংস্থায়। কিন্তু লকডাউনের সময় কাজ হারান তিনি। বন্ধ হয়ে যায় পরিবারের আয়ের রাস্তা। এরপর তিন সন্তানকে নিয়ে বিপুল অর্থকষ্টে ভুগতে থাকে পূজা দেবীর পরিবার৷
পরিস্থিতি সামাল দিতে তাই মাঠে নামেন পূজা দেবী স্বয়ং। কাঠুয়া রুটের যাত্রীবাহী বাসের (Bus) স্টিয়ারিং ধরেন পূজা দেবী৷ এর আগেও ট্যাক্সি চালিয়েছেন পূজা। এবার পেটের দায়ে বাস চালানোর দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন ৩৩ বছরের পূজা দেবী।
সংবাদ মাধ্যমের কাছে সাক্ষাৎকারে পূজা দেবী জানান, “লকডাউন আমাদের শান্তির ঘুম কেড়ে নিয়েছিল। যেদিন প্রথম বাস চালিয়ে ৬০০ টাকা উপার্জন করলাম সেদিনটা একেবারে অন্যরকম ছিল। আমার ছেলে ছোট তাই ওকে পাশের সিটে বসিয়েই বাস চালাই। নিজের কাছে চ্যালেঞ্জ নিয়েছিলাম ডাক্তার নার্সরা যদি পারে আমি কেন পারব না?” পূজা দেবী জানান, কাশ্মীরের বাসিন্দা হয়েও কোনোদিন ‘পৃথিবীর ভূস্বর্গ’ তার দেখা হয়নি, আসলে ১৫ হাজারের বেশি কখনোই জমাতে না পারায় কাশ্মীর যাওয়া তাদের কাছে স্বপ্নই রয়ে গেছে।