• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

পর্ন কান্ডে জেলে স্বামী! মুক্তির অপেক্ষায় শিল্পার ছবি ‘হাঙ্গামা ২’, অভিনেত্রীর কাতর আর্তি ‘ছবিটা দেখবেন’

শিল্পা শেঠি,শিল্পা শেট্টি,রাজ কুন্দ্রা,মুম্বাই পুলিশ,পর্ন ভিডিও,পর্নোগ্রাফি,বলিউড,shilpa shetty,raj kundra,Bollywood,mumbai police,porn videos,pornography,model,actress,anurag bose

একটি ছবি তৈরির পিছনে অসংখ্য মানুষের রক্ত ঘাম থাকে। রাতের পর রাত জেগে সেট সাজানো, শ্যুটিং, অভিনেতা অভিনেত্রীদের পরিশ্রম, ক্যামেরার পিছনের লোকেদের দুশ্চিন্তা, প্রযোজকদের ঢালা মোটা অঙ্কের টাকা এসবই থাকে একটি ছবির সফলতার পিছনে। তাই কোনো কারণে ছবি ফ্লপ হলে তার জের এসে পড়ে গোটা টিমের উপর। এবার এই সমস্যার মুখে পড়তে চলেছে শিল্পা শেট্টি (Shilpa shetty) অভিনীত নতুন ছবি ‘হাঙ্গামা ২’ (Hungama 2)। শুভ মুক্তির অপেক্ষায় এই ছবি।

এদিকে শিল্পার জীবনে হঠাৎ নেমে এসেছে নতুন ঝড়, বিতর্কের শীর্ষে এখন তার ব্যক্তিগত জীবন। প্রসঙ্গ, শিল্পা শেট্টির স্বামী রাজ কুন্দ্রার পর্ন কান্ড। দিন কয়েক আগেই পর্ণ (Porn) বানানোর অভিযোগ উঠেছে বলিউড অভিনেত্রী শিল্পা শেট্টি এর স্বামী রাজ কুন্দ্রার (Raj kundra) বিরুদ্ধে। এই অভিযোগের ভিত্তিতেই মুম্বই পুলিশ গ্রেফতার করে শিল্পা পতিকে। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি পর্ন বানিয়ে বিভিন্ন অ্যাপের মাধ্যমে তা ছড়িয়ে দেন।

Raj Kundra Shilpa Shetty

এদিন, মুম্বই পুলিশ কমিশনার একটি বিবৃতি প্রকাশ করে জানান, ‘ অশ্লীল ছবি তৈরি করে বিভিন্ন অ্যাপের মাধ্যমে ছড়িয়ে দিত রাজ। এই অভিযোগের ভিত্তিতেই মুম্বই পুলিশের অপরাধ দমন শাখা গ্রেফতার করে রাজকে। গোটা ঘটনার নেপথ্যে মূল ষড়যন্ত্রকারী মনে করা হচ্ছে রাজ কুন্দ্রাকে। ওঁর বিরুদ্ধে আমাদের হাতে পর্যাপ্ত তথ্যপ্রমাণ রয়েছে।’

এই গোটা ঘটনায় জর্জরিত শিল্পার জীবন। এই কান্ডের জেরে ক্ষেপে রয়েছে নেটিজেন মহল। এদিন সোশ্যাল মিডিয়ায় শিল্পা লেখেন, ‘আমি যোগে বিশ্বাস করি এবং অনুশীলন করি, যোগশাস্ত্রে বলা হয়, জীবনের একমাত্র উপস্থিতি হচ্ছে বর্তমানে। হাঙ্গামা ২ একটা গোটা টিমের অক্লান্ত পরিশ্রমের ফসল, তাঁরা সকলে মিলে অসম্ভব খেটে এই ছবিটা বানিয়েছে এবং এই ছবিটার সমস্যায় পড়া উচিত নয়’। তিনি আরও জানান, ‘আমি সকলের কাছে হাত জোর করে আবেদন জানাচ্ছি, এই ছবির সঙ্গে যুক্ত প্রতিটা মানুষের স্বার্থে পরিবারের সঙ্গে বসে হাঙ্গামা ২ দেখুন, এবং মন খুলে হাসুন’।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥