• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বিয়ে লুকিয়ে ৪ জনের সঙ্গে পরকীয়া ! বিগবস খ্যাত অভিনেত্রীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ স্বামীর

Published on:

বিগবস-১৪ বাড়িতে ঢুকেই সব লাইমলাইট কেড়ে নিয়েছেন পবিত্র পুনিয়া। ‘লাভ ইউ জিন্দেগি’,’হোংগে জুদা না হাম’, ‘ইয়ে হ্যায় মহাব্বাতে’র মত জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি। কিন্তু বিগবসের বাড়ি থেকে বেড়িয়েই নানান বিতর্কে নাম জড়ায় তার। তার বিরুদ্ধে অভিযোগ ওঠে বিয়ে লুকিয়ে, প্রায় ৪ খানা পরকীয়া চালিয়ে গিয়েছেন তিনি।

পবিত্রর স্বামী বলে নিজেকে দাবি করে সুমিত মহেশ্বরী নামক এক হোটেল ব্যবসায়ী জানান, পবিত্রার সঙ্গে তার বিয়ে হয়। আর বিবাহ বন্ধনে আবদ্ধ থাকাকালীনই চারবার পরকীয়ায় জড়িয়েছেন অভিনেত্রী। এদিকে, বিগবসে প্রতীযোগী হিসেবে থাকাকালীন একটি ভাইরাল ভিডিও প্রকাশ্যে এসেছিল। যেখানে পবিত্রা পুনিয়া অতীতে একই সময়ে দুজন বয়ফ্রেন্ডের সঙ্গে ডেট করার কথা স্বীকার করেছেন। তাদের দুজনকেই নাকি তিনি ‘বেবি’ বলে ডাকতেন।

একটি সাক্ষাৎকারে পবিত্র পতিবজানিয়েছেন, বিবাহিত হওয়া সত্ত্বেও পবিত্র অভিনেতা পরশ ছাবড়া এবং প্রতীক সহজপালের সঙ্গে সম্পর্কে ছিলেন। এ ছাড়াও ইন্ডাস্ট্রির বাইরে এক পুরুষের সঙ্গেও পবিত্রতার ঘনিষ্ঠতা ছিল বলে দাবি করেন তিনি। আর বিগবস চলাকালীন এজাজ খানের সঙ্গে তার ঘনিষ্ঠতা নিয়েও উঠেছিল গুঞ্জন।

অসহায় অবস্থায় সুমিত জানান, এখনও তার হাতে পবিত্রর নাম ট্যাটু করা রয়েছে। তার দিক থেকে কিছুই বদলায়নি। পরশের সঙ্গে পবিত্রর সম্পর্ক রয়েছে জানার পর তিনি পরশকে মেসেজ করে বলেছিলেন, “আমি ওকে ডিভোর্স দেওয়ার পর তুমি ওকে বিয়ে করতে পার। আমাদের সম্পর্কের সঙ্গে আমার পরিবার জড়িয়ে রয়েছে।”

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥