• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

মেয়েদের ‘ক্যাটফাইট’ হলে, ছেলেদের বেলা ‘ডগফাইট’ নয় কেন? বলিউডে লিঙ্গবৈষম্য নিয়ে সরব হুমা কুরেশি

Published on:

Huma Quereshi on Cat fight Dog fight in bollywood

মেয়েদের মধ্যে ঝামেলা হলেই ‘ক্যাটফাইট’ (Catfight) কথাটি আমরা হামেশাই শুনতে পাই। মেয়েদের মধ্যে চলতে থাকা ঝগড়া, ঝামেলাকে সাধারণত এই নামেই অভিহিত করা হয়ে থাকে। আর এই শব্দটিতেই যাবতীয় আপত্তি রয়েছে বলিউডের নামী অভিনেত্রী হুমা কুরেশির (Huma Qureshi)। অভিনেত্রীর মতে, ‘ক্যাটফাইট’ শন্দটি প্রচণ্ডরকমভাবে পিতৃতান্ত্রিক মানসিকতা বহন করে। সম্প্রতি ‘ক্যাটফাইট’ নিয়ে মুখ খুলেছেন ‘মহারানী’ ওয়েব সিরিজ খ্যাত অভিনেত্রী।

বলিউডের অন্দরের নানান কেচ্ছাকাহিনী প্রায়ই শুনে থাকেন দর্শকরা। কোন নায়িকার সঙ্গে ওপর কোন নায়িকার ঝামেলা থেকে শুরু করে এক নায়ককে দুই নায়িকার দড়ি টানাটানি- এসব বলিউডে কয়েক দশক ধরে চলে আসছে। কিন্তু এই ঝামেলা, ঝগড়া যে শুধুমাত্র অভিনেত্রীদের মধ্যেই হয়, এমনটা তো নয়। সাফল্যের শীর্ষে পৌঁছনোর জন্য বলিউডের অন্দরে যে ইঁদুরদৌড় চলে, সেখানে তো লিঙ্গ ভেদে প্রত্যেকেই সামিল থাকে।

Huma Qureshi

হুমার মতে, ‘ক্যাটফাইট’ শব্দটি মহিলাদের জন্য প্রচণ্ডরকমভাবে অপমানজনক। অভিনেত্রী বলেন, ‘ঝগড়া, মন কষাকষি সকলের মধ্যেই হয়ে থাকে। একে অপরের সঙ্গে মানিয়ে নিতে না পারলেই ঝগড়া হয়ে থাকে। এতে তলিঙ্গের কোনও ব্যাপার নেই। ছেলেরাও তো ঝগড়া করে। বরং ওঁদের মধ্যে আরও বেশি হয়। এটা কিন্তু কোনও গুজব না। তাহলে সেই ক্ষেত্রে কেউ তো সেটাকে ‘ডগফাইট’ বলেন না!’

এখানেই থামেননি অভিনেত্রী। ‘এক থি ডায়েন’ খ্যাত অভিনেত্রী বলেন, ইন্ডাস্ট্রিতে একসঙ্গে কাজ করতে গেলে মত পার্থক্য হতেই পারে। কিন্তু তার মানে কিন্তু একেবারেই এটা নয় যে এখানে সবাই সবার প্রতিদ্বন্ধী। মতানৈক্য হলেই তাঁদের মধ্যে প্রতিযোগিতা রয়েছে বলে ধরে নেওয়া হয় এবং এরপর ‘ক্যাটফাইট’এর গুজব রটিয়ে দেওয়া হয়। হয়তো সেই বিষয়টার বাস্তব কোনও অস্তিত্বই নেই।

Huma Qureshi

হুমার মতে, দু’জন অভিনেত্রীর মধ্যে যদি একে অপরকে ছাপিয়ে যাওয়ার লড়াই হয়, তাহলে তা নিয়ে যে পরিমাণ চর্চা হয়, দু’জন অভিনেতার ক্ষেত্রে কিন্তু তা হয় না। পর্দার ‘মহারানী’ বলেন, ‘দু’জন অভিনেতাকে একসঙ্গে মুখ্য চরিত্রে কাস্ট করা খুব কঠিন। কারণ তাঁদের মাথার মধ্যে সব সময় চলবে কার বাইসেপসবেশি বড়! তবে আমার মতে, এই বিষয়ে মেয়েদের নিয়ে একটা খারাপ ধারণা হয়েই আছে। আমার কিন্তু মেয়েদের সঙ্গে কাজ করতে বেশ ভালোলাগে’।

হুমার কাজের দিক থেকে বলা হলে, সদ্য মুক্তি পেয়েছে তাঁর ‘মহারানী’ ওয়েব সিরিজ। সেখানে প্রশংসিত হয়েছে তাঁর অভিনয়। এরপর অভিনেত্রীকে ‘ডাবল এক্সএল’ ছবিতে দেখা যাবে। সেখানে তাঁর সঙ্গেই স্ক্রিন শেয়ার করবেন বলিউডের আর এক নামী অভিনেত্রী সোনাক্ষী সিনহা। এছাড়াও ছবিতে রয়েছেন সোনাক্ষীর চর্চিত প্রেমিক জাহির ইকবাল।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥