বাংলা সিরিয়াল (Bengali serial) থেকে ‘ওগো বধূ সুন্দরী’ দিয়ে কেরিয়ারের শুরু অল্প দিনের মধ্যেই নিজগুণে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছান ঋতাভরী চক্রবর্তী (ritabhari Chakrabarty) । সেদিনের সেই ছটফটে ছোট্ট ললিতা আজকাল টলিপাড়ার নয়া সেনসেশন। অভিনয়ের পাশাপাশি চাবুক ফিগার, মিষ্টি হাসি, আবেদনময়ী চাহনি আর সাহসীকতার কারণে তাকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। টলিউডের সিনেমার পাশাপাশি বলিউড, ওয়েব সিরিজ, মিউজিক ভিডিও সবমিলিয়ে তার কাজের অভাব নেই।
অভিনয়ের পাশাপাশি সবেতেই যেন তিনি দশভূজা। ইতিমধ্যেই একাধিক গানও গেয়ে ফেলেছেন তিনি। শুধু তাইই নয় কেরিয়ার, অভিনয়, প্যাশন সামলেও লেখাপড়াটাকেও পুরোদমে চালিয়ে গিয়েছেন অভিনেত্রী। ২৬ শে জুন ছিল অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তীর জন্মদিন। কিন্তু জন্মদিনের সেরা উপহারটা একদিন পরে পেলেন অভিনেত্রী, তাও যার তার থেকে নয় স্বয়ং বলিউডের সুপারস্টার হৃতিক রোশনের (Hrithik Roshan) থেকে।
আসলে ঋতাভরী যে টলিউড বাদেও বলিপাড়াতেও বেশ পসার জমিয়ে ফেলেছে তা আমরা কমবেশি সকলেই জানি। আসলে, ঋতাভরী অভিনীত শর্ট ফিল্ম ‘ব্রোকেন ফ্রেম’ (Broken Frame) এর ভূয়সী প্রশংসা করেছেন গ্রিক গড। ইতিমধ্যেই ছবিটি মাদ্রিদ ইমাজিন ইন্ডিয়া চলচ্চিত্র উৎসবে প্রদর্শনীর জন্য নির্বাচিত হয়েছে। ছবির পরিচালক রামকমল মুখোপাধ্যায়। ঋতাভরীর বিপরীতে রয়েছেন বলিউড অভিনেতা রোহিত রায়।
এই ছবিটির মূল বিষয় হল একটি দম্পতিকে কেন্দ্র করে। দম্পতির বিবাহ বার্ষিকীর দিনেই এমন কিছু অপ্রত্যাশিত ঘটনা ঘটে যায় তা নিয়েই এগোবে গল্প। ছবিটি রামকমলের বই ‘লং আইল্যান্ড আইসড টি’ থেকে অনুপ্রাণিত। এই বই ৮টি ছোট গল্পের একটি সংকলন। বইয়ের প্রথম অধ্যায়কে রামকমল বেছে নিয়েছেন ছবির বিষয় হিসাবে।