ভারতের রাজনীতি হোক বা বলিউডি সিনেমাজগৎ, পৌরাণিক চরিত্র ‘রাম’-কে ঘিরে বারেবারেই তৈরি হয়েছে শোরগোল। পুনরায় তেমনই এক ঘটনা ঘটতে চলেছে রুপোলি পর্দায়। নব্বইয়ের দশকের বিখ্যাত ‘রামায়ণ’ পুনরায় লকডাউনে টিভির পর্দায় ফেরত আসার পর এবার মধু মন্টানার প্রযোজনায় ছবি তৈরি হচ্ছে রামায়ণের উপর নির্ভর করে।
বলিউড সূত্রের মতে, এই ছবির বাজেট হতে চলেছে প্রায় ৩০০ কোটি টাকা। ছবিতে রামের ভূমিকায় হৃতিক রোশন (Hritik Roshan) ও সীতার ভূমিকায় দীপিকা পাডুকোনের (Deepika Padukone) নাম ভাবা হয়েছে বলে খবর। পাশাপাশি ছবির পরিচালনা করতে চলেছেন ‘দাঙ্গাল’ (Dangal) – পরিচালক নীতিশ তিওয়ারি।
সূত্রের খবর অনুসারে, মধু মন্টানার এই ‘ড্রিম প্রজেক্ট’ মুক্তি পাবে থ্রি-ডি মাধ্যমে। মধু ঘনিষ্ঠদের মতে, ইতিমধ্যেই জনাকয়েক গবেষককে রামায়ণ সম্বন্ধে গবেষণা করে যাবতীয় জানা-অজানা তথ্য সংগ্রহ করার দায়িত্ব দেওয়া হয়েছে। মধু মন্টানার মতে, এহেন বিশাল মহাকাব্যকে পর্দায় তুলে ধরার জন্য দুই ভাগে রুপোলি পর্দায় নিয়ে আসা হবে।
অন্যদিকে শুধু রামায়ণ নয়, অপর বিখ্যাত মহাকাব্য মহাভারত (Mahabharat) নিয়ে ছবির চিন্তাভাবনা শুরু হয়েছে বলিউডে। এই ছবিটিও থ্রি-ডি মাধ্যমে মুক্তি পাবে বলে খবর বলিসূত্রের। জানা গেছে, এই ছবির পরিচালনার দায়িত্ব নিয়েছেন বাহুবলীর (Bahubali) পরিচালক এসএস রাজামৌলী। সবচেয়ে চমকপ্রদ তথ্য এই যে ছবির প্রযোজনা করছেন আমির খান। আপাতত ছবির খরচ ধরা হয়েছে অন্তত ১০০০ কোটি টাকা। সূত্রের মতে, এ বছরের দীপাবলীতেই হয়তো মুক্তি পাবে মহাভারত। ছবিতে অভিনয় করবেন বলিউডের একঝাঁক তারকা অভিনেতা-অভিনেত্রী। ভিন্ন ভাষার শিল্পীরাও কাজ করবেন ছবিতে, খবর এমনই।
মহাভারত-কে ঘিরে যেন বলিউডে চাঁদের হাট! একদিকে অমিতাভ বচ্চন যেমন হবেন ভীষ্ম, অন্যদিকে আমির খান শ্রীকৃষ্ণ, অর্জুন রামপাল যুধিষ্ঠির ও বাহুবলী-খ্যাত প্রভাস হবেন ভীম। কর্ণের চরিত্রে হৃতিক রোশন ও দীপিকা অভিনয় করবেন দ্রৌপদীর ভূমিকায়। ফারহান আখতার থাকবেন অর্জুন হিসেবে এবং দুর্যোধনের মত নেতিবাচক চরিত্রে থাকবেন অজয় দেবগণের মত গুণবান তারকা।