• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

হৃত্বিকের প্রেমিকা সাবার গলায় ঝরঝরে বাংলা গান! সত্যজিৎ রায়ের কালজয়ী গানের নেশায় বুঁদ সকলে

বিগত বেশ কিছুদিন ধরেই শিরোনামে রয়েছেন বলিউডের উঠতি নায়িকা সাবা আজাদ (Saba Azad)। এখন বিটাউনের অলি-গলিতে কান পাতলেই শোনা যাচ্ছে, সাবা আজাদের সাথে বলিউডের মোস্ট হ্যান্ডসাম হিরো হৃতিক রোশনের (Hrithik Roshan) সম্পর্কের গুঞ্জন। এমনিতে এতদিনে সকলেই পরিচয় পেয়েছেন সাবার অসাধারণ গানের গলারও।

কিছুদিন আগেই জানা যায় প্রাক্তন প্রেমিক ইমাদ শাহের সঙ্গে বানানো ইলেকট্রনিক মিউজিক ব্যান্ড ‘ম্যাডবয় মিঙ্ক’ নিয়ে আবার মঞ্চে ফিরতে চলেছেন সাবা। এবার বিশ্ববরেণ্য পরিচালক সত্যজিৎ রায়ের কালজয়ী সৃষ্টি ‘গুপি গাইন, বাঘা বাইন’-এর বিখ্যাত গান ‘মহারাজ তোমারে সেলাম’ গেয়ে সবাইকে একেবারে চমকে দিয়েছেন সাবা। ইতিমধ্যেই সাবার গলায় এই বাংলা গান ব্যাপক ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

   

সাবা আজাদ,Saba Azad,হৃতিক রোশন,Hrithik Roshan,Bengali Song,বাংলা গান,Gupi Gayen Bagha Bayen,গুপি গাইন বাঘা বাইন,Moharaja Tomare Selam,মহারাজা তোমারে সেলাম,Satyajit Ray,সত্যজিৎ রায়,Music Video,মিউজিক ভিডিও,Viral,ভাইরাল,Instagram,ইনস্টাগ্রাম
উল্লেখ্য বিগত বেশ কিছুদিন ধরেই অসুস্থ রয়েছেন সাবা। শরীর ভাল নেই তার। তাই বিশ্রাম নেওয়ার জন্য ঘরবন্দি হয়েই রয়েছেন তিনি। আর আমরা সবাই জানি জীবনের সুখ, দুঃখ কিংবা কঠিন সময়ে একেবারে ওষুধের শক্তি জোগায় গান। তাই শারীরিক অসুস্থতার সময়ে এই গান গেয়েই নিজের মন ভালো করলেন সাবা। একেবারে ঝরঝরে বাংলায় একটি ইনস্টা ভিডিওতে ‘মহারাজা তোমারে সেলাম’ গেয়েও উঠলেন সাবা।

সাবা আজাদ,Saba Azad,হৃতিক রোশন,Hrithik Roshan,Bengali Song,বাংলা গান,Gupi Gayen Bagha Bayen,গুপি গাইন বাঘা বাইন,Moharaja Tomare Selam,মহারাজা তোমারে সেলাম,Satyajit Ray,সত্যজিৎ রায়,Music Video,মিউজিক ভিডিও,Viral,ভাইরাল,Instagram,ইনস্টাগ্রাম

পুরনো স্মৃতি হাতড়ে সেই ভিডিওর ক্যাপশনে তিনি লিখেছেন, ”বাড়িতে অসুস্থ হয়ে পড়ে আছি! একফোঁটা এনার্জি অবশিষ্ট নেই। যখন ছোট ছিলাম, একটা ফিল্ম ফেস্টিভ্যালে সত্যজিৎ রায়ের (Satyajit Ray) ক্লাসিক ছবি ‘গুপি গাইন বাঘা বাইন’ দেখেছিলাম, তার পরেই বাবা-মা আমায় ‘গুপি গাইন বাঘা বাইন'(Gupi Gayen Bagha Bayen)-এর সাউন্ডট্র্যাকের ক্যাসেট-টেপ এনে দিয়েছিল। সেই সময় আমি বাংলা কিছুই বুঝতাম না। কিন্তু কিছুদিনের মধ্যেই ওই ক্যাসেটটা আমার প্রিয় হয়ে ওঠে!’

সাবা আজাদ,Saba Azad,হৃতিক রোশন,Hrithik Roshan,Bengali Song,বাংলা গান,Gupi Gayen Bagha Bayen,গুপি গাইন বাঘা বাইন,Moharaja Tomare Selam,মহারাজা তোমারে সেলাম,Satyajit Ray,সত্যজিৎ রায়,Music Video,মিউজিক ভিডিও,Viral,ভাইরাল,Instagram,ইনস্টাগ্রাম

সেইসাথে সাবার আরও সংযোজন ‘প্রতিটা গানের লিরিক্স আমার ঝরঝরে মুখস্থ ছিল। একটা বর্ণও না বুঝে গান ভালবেসে ফেলা, এটা মিউজিকেই সম্ভব!যদি কোনও গানের সুর আপনাকে নাড়া দেয় ব্যাস গানের ভাষা বোঝার কোনও প্রয়োজন নেই। সেই সাথে দর্শকদের কাছে সাবার অনুরোধ, উচ্চারণে ভুল হলে যেন তাঁকে ক্ষমা করেন। এই ভিডিওর কমেন্ট সেকশনে সাবার প্রশংসায় হৃত্বিক লিখেছেন ” তোমার মতো মানুষ হয় না।” সাবার গানের শুনে প্রশংসায় অভিনেত্রী কঙ্কনা শেনশর্মা লিখেছেন, ” গানটি আমারও খুব প্রিয়। তোমার উচ্চারণও একদম পারফেক্ট।”

 

View this post on Instagram

 

A post shared by Saba Azad (@sabazad)