• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

সম্পর্কে যেতেই প্রেগন্যান্ট! হৃত্বিকের প্রেমিকার বেবিবাম্পের ছবি প্রকাশ্যে আসতেই শুরু চর্চা

Hrithik Roshan and Saba Azad,Hrithik Roshan,হৃত্বিক,Saba Azad,সাবা,Karan Johar,করণ জোহর,Mumbai

টিনসেল টাউনে কান পাতলে বেশ কিছু দিন ধরেই গুঞ্জন শোনা যাচ্ছে মাঝ বয়সী হৃত্বিক নাকি চুটিয়ে প্রেম করছেন সাবার সাথে। নিজেদের সম্পর্ক নিয়ে বিশেষ মুখ না খুললেও মাঝেমধ্যেই পাপারাজ্জিদের ক্যামেরায় একসাথে ধরা পড়েন জুটি৷ মুম্বইয়ের ( Mumbai) বিভিন্ন রেস্তোরাঁয় একাধিক বার তাদেরকে একসাথে দেখা গিয়েছে।

এমনকি গোয়াতেও গিয়েছিলেন দুজনে একসঙ্গে। সম্প্রতি বলি পরিচালক করণ জোহারের ৫০ তম জন্মদিনের পার্টিতে দুজনে একসঙ্গে উপস্থিত হয়ে সবাইকে চমকে দিয়েছিলেন কার্যত। সেদিন কার্যত শ রাজ স্টুডিওতে বসেছিল চাঁদের হাট। উপস্থিত ছিলেন বলিউডের প্রথম সারির সব তারকা জুটি। কিন্তু তাদের মধ্যে সবচেয়ে বেশি নজর কেড়েছেন হৃতিক ও সাবা ( Hrithik Roshan and Saba Azad)। খুব সাবলীল ভাবে ক্যামেরার সামনে পোজ দিয়ে নিজেদের সম্পর্ক নিয়ে চলা গুঞ্জনে আরও ঘি ঢেলেছিলেন সাবা হৃত্বিক।

Hrithik Roshan and Saba Azad,Hrithik Roshan,হৃত্বিক,Saba Azad,সাবা,Karan Johar,করণ জোহর,Mumbai

কালো পোশাকে টুইনিং করেছিলেন হৃতিক সাবা। কিন্তু তাদের একসাথে দেখে সবার নজর গিয়ে আটকেছে সাবার পোশাকের স্ফীত অংশের দিকে। প্রশ্ন উঠছে তবে কি সাবা ( Saba Azad) অন্তঃসত্ত্বা? এমনকি এও রটে গিয়েছে হৃত্বিক নাকি আবার বাবা হতে চলেছেন।

Hrithik Roshan and Saba Azad,Hrithik Roshan,হৃত্বিক,Saba Azad,সাবা,Karan Johar,করণ জোহর,Mumbai

এদিন হৃত্বিক নজর কেড়েছেন কালো ব্লেজারে আর সাবা কালো বডিকন। দুজন যেন দুজনকে চোখে হারাচ্ছেন। প্রসঙ্গত, হৃত্বিকের প্রাক্তন স্ত্রী সুজান খানের সাথেও বেশ ভালো সম্পর্ক সাবার। প্রায়শই তাঁদের এই সম্পর্কের ঝলক দেখা যায় সোশ্যাল মিডিয়ায়। কয়েক দিন আগেও সুজান খান ও তাঁর এখনকার চর্চিত বয়ফ্রেন্ড এবং হৃত্বিক-সাবাকে একসঙ্গেই দেখা গিয়েছিল।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥