• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

দক্ষিণের বাড়বাড়ন্ত রুখতে মাঠে নামছেন হৃত্বিক! আসছে ক্রিশ -4, থাকবে একাধিক বড় চমক

কৃশ,কৃশ ৪,হৃত্বিক রোশন,রাকেশ রোশন,জাদু,কৃশ 4,বলিউড,সাউথ ইন্ডাস্ট্রি,Krrish,Krrish 4,Hrithik roshan,Rakesh roshan,Bollywood

সত্যি বলতে গত কয়েকদিনে দক্ষিণী সিনেমার (South Industry) সাফল্য চোখে পড়ার মত ফুলে ফেঁপে উঠেছে। পর পর ব্লক ব্লাস্টার হিট ছবি দিয়ে বক্স অফিস কাঁপিয়েছে সাউথ ইন্ডাস্ট্রি। আর দক্ষিণের এই দাপটে ইতিমধ্যেই বেজায় চিন্তায় পড়েছে বলিউড (Bollywood)৷ তবে আর হাত গুটিয়ে বসে থাকার যে সময় নেই, একথাও বেশ বুঝে গিয়েছে বলিউড তারকারা৷ তাই সলমন থেকে শাহরুখ আমির থেকে অক্ষয় সকলেই তাদের আসন্ন ছবির প্রস্তুতি নিচ্ছেন কোমর বেঁধে৷

বলিউডের হাল ধরতে এবার মাঠে নামছেন গ্রীক গড হৃত্বিক রোশন (Hrithik Roshan), আসছে তার জনপ্রিয় ছবির সিক্যুয়েল ‘ক্রিশ 4’ (Krrish 4)। ইতিমধ্যেই সামনে এসেছে এই ছবিতে অভিনেতার ফার্স্টলুক, যা দেখে স্বভাবতই বেজায় উচ্ছ্বসিত তাঁর ভক্তরা৷ এর পাশাপাশি, হৃত্বিকের আসন্ন ছবি ‘বিক্রম ভেদা’ ও মুক্তির অপেক্ষায়।

কৃশ,কৃশ ৪,হৃত্বিক রোশন,রাকেশ রোশন,জাদু,কৃশ 4,বলিউড,সাউথ ইন্ডাস্ট্রি,Krrish,Krrish 4,Hrithik roshan,Rakesh roshan,Bollywood

২০০৬ সালে মুক্তি পায় কৃশ (Krrish)। ২০১৩ সালে বলিউডের অন্যতম সফল ফ্রাঞ্চাইজির শেষ সিরিজ কৃশ ৩ (Krrish 3) দর্শকের সামনে আসে। মাঝে কেটে গিয়েছে বেশ কিছু বছর। এবার শোনা যাচ্ছে, বলিউডের এই আকালেই মুক্তি পাবে ‘কৃশ ৪’। কৃশ মুক্তির ১৫ বছর উদযাপনেই সুখবর জানিয়েছিলেন হৃত্বিক৷

কৃশ,কৃশ ৪,হৃত্বিক রোশন,রাকেশ রোশন,জাদু,কৃশ 4,বলিউড,সাউথ ইন্ডাস্ট্রি,Krrish,Krrish 4,Hrithik roshan,Rakesh roshan,Bollywood

রাকেশ রোশন জানিয়েছিলেন, ২০২০ সালেই মুক্তি পাবে কৃশ ৪, কিন্তু তার অসুস্থতা, মহামারী সহ একাধিক কারণে তা সম্ভবপর হয়ে ওঠেনি। প্রোডাকশন সূত্রে খবর, চলতি বছরের জুন মাস থেকেই ‘কৃশ ৪’ এর শ্যুটিং শুরু করবেন হৃত্বিক। এই ছবির সবচেয়ে বড় চমক হল, এখানে হৃত্বিকের সাথে দেখা যাবে জাদুকেও। রোহিত মেহরা ‘ক্রিশ ৩’ সিনেমাতে মারা গিয়েছিলেন, যাঁকে ‘ক্রিশ ৪’ সিনেমাতে জাদুর সাহায্যে ফিরিয়ে আনা হবে। যদিও এখনও পর্যন্ত ছবি নিয়ে কোনোও আনুষ্ঠানিক ঘোষণা করেননি ছবির নির্মাতারা।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥