• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

‘ফাইটার’ ফ্লপ হলে শেষ কেরিয়ার! ৩ মাসেই ভোল বদলে দুর্দান্ত কামব্যাক করতে তৈরী হৃত্বিক রোশন

Updated on:

Hrithik Roshan,Hrithik Roshan transformation,Fighter,Hrithik Roshan in Fighter,bollywood,entertainment,ঋত্বিক রোশন,ফাইটার,বলিউড,বিনোদন

বলিউডের সময়টা একেবারেই ভালো যাচ্ছে না। একের পর এক ছবি মুক্তি পাচ্ছে আর সেগুলি বক্স অফিসে মুখ থুবড়ে পড়ছে। বলিউড সুপারস্টারদের কেরিয়ার শেষ- এই রব উঠতে শুরু করে দিয়েছে। বলি তারকারা সেই কারণে নিজেদের আগামী ছবির জন্য আরও বেশি করে পরিশ্রম করতে শুরু করে দিয়েছেন। ব্যতিক্রম নন বলি সুপারস্টার ঋত্বিক রোশনও (Hrithik Roshan)।

বলিপাড়ার ‘গ্রিক গড’ ঋত্বিক তাঁর আগামী ছবি ‘ফাইটার’এর (Fighter) জন্য প্রস্তুতি নিতে শুরু করে দিয়েছেন। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই ছবিতে তাঁর সঙ্গেই অভিনয় করবেন দীপিকা পাড়ুকোন। ইন্ডিয়ান এয়ার ফোর্সের গল্প দেখানো হবে এই ছবিতে। সেই কারণে ঋত্বিকের চেহারায় বেশ কিছু পরিবর্তন (Physical transformation) আনতে হবে।

Hrithik Roshan

আর ঠিক সেই কারণেই এখন থেকেই ‘ফাইটার’এর জন্য বিশেষ শারীরিক কসরত শুরু করে দিয়েছেন ঋত্বিক। ‘বিক্রম বেধার’ লুকের থেকে ঋত্বিককে খানিকটা ওজন কমাতে হবে। সেই কারণেই শীঘ্রই ১২ সপ্তাহ তথা তিন মাসের জন্য কসরত শুরু করবেন অভিনেতা। আর তাতেই বদলে যাবে ঋত্বিকের সম্পূর্ণ লুক। মেদ ঝরিয়ে আরও বেশি টোনড দেখাবে ‘গ্রিক গড’কে।

শোনা যাচ্ছে, ‘ফাইটার’ ছবিতে একজন এয়ারফোর্স পাইলটের চরিত্রে দেখা যাবে ঋত্বিককে। সেই কারণেই ছিপছিপে চেহারায় দেখা যাবে অভিনেতাকে। অ্যাকশনে ভরপুর এই ছবি নিয়ে দর্শকদের আগ্রহ আগে থেকেই তুঙ্গে ছিল। এবার অভিনেতার নতুন দেখার জন্য সেই আগ্রহ যেন আরও কয়েকগুণ বেড়ে গিয়েছে।

Hrithik Roshan

ঋত্বিক রোশন, দীপিকা পাড়ুকোন পরিচালিত এই ছবির সঙ্গে জড়িত সূত্র মারফৎ জানা যাচ্ছে, আগামী ১৫ নভেম্বর থেকে শুরু হবে শ্যুটিং। হাই-অক্টেন অ্যাকশন, প্রচুর ড্রামা সিকুয়েন্স এবং দুর্দান্ত ভিএফএক্সে ভর্তি থাকবে এই ছবি। আগামী বছর ২৮ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এই সিনেমা।

‘গ্রিক গড’এর কাজের দিক থেকে বলা হলে, তাঁকে শেষবারের মতো সুপারহিট ‘ওয়ার’এ দেখা গিয়েছিল। চলতি মাসের ৩০ সেপ্টেম্বর মুক্তি পেতে চলেছে ঋত্বিক, সইফ আলি খান অভিনীত ‘বিক্রম বেধা’। এরপরই বহুপ্রতীক্ষিত সিনেমা ‘ফাইটার’এ দেখা যাবে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥