• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বয়কটের মরসুমে ধুলোয় মিশেছে অহংকার! ফ্যানের পায়ে হাত দিয়ে প্রণাম করলেন ঋত্বিক রোশন, রইল ভিডিও

Published on:

Hrithik Roshan touches fan’s feet at an event, watch video

বলিউড সুপারস্টার ঋত্বিক রোশন (Hrithik Roshan) নিজের সুদর্শন চেহারার পাশাপাশি তাঁর দুর্দান্ত ব্যবহারের জন্যেও অনুরাগী মহলে বেশ পরিচিত। শনিবার একটি ফিটনেস ইভেন্টে (Fitness event) গিয়েছিলে অভিনেতা। সেখানে গিয়েই ফের নিজের ব্যবহারের মাধ্যমে নেটিজেনদের মন জয় করে নিয়েছেন তিনি।

শনিবারের ফিটনেস সম্বন্ধিত অনুষ্ঠানে একটি সবুজ টি-শার্ট, সাদা প্যান্ট এবং সাদা টুপি পরে গিয়েছিলেন ঋত্বিক। সেখানেই একজন অনুরাগীকে বলি সুপারস্টারের হাত থেকে উপহার নেওয়ার জন্য ডাকা হয়। তখনই সবাইকে চমকে দিয়ে ফ্যানের পা’য়ে হাত দিয়ে প্রণাম করেন অভিনেতা।

Hrithik Roshan in Vikram Vedha

আসলে পছন্দের অভিনেতাকে হাতের নাগালে পেয়ে হতচকিত হয়ে গিয়েছিলেন সংশ্লিষ্ট অনুরাগী। মঞ্চে উঠেই অভিনেতার পায়ে হাত দিয়ে প্রণাম করতে চান যান। যা দেখা মাত্রই পাল্টা ঋত্বিক সেই অনুরাগীর পায়ে হাত দিয়ে প্রণাম করেন। নেটদুনিয়ায় মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে গিয়েছে সেই ভিডিও। যা দেখে মুগ্ধ হয়ে গিয়েছেন নেটিজেনরা।

একজন নেটিজেন সেই ভিডিওয় কমেন্ট করেছেন, ‘আপনি সত্যিই কী ভালো মানুষ ঋত্বিক রোশন’। আর একজন নেটাগরিক আবার লিখেছেন, ‘একেবারে মাটির মানুষ’। তৃতীয় নেটাগরিক আবার অভিনেতার ভূয়সী প্রশংসা করে লেখেন, ‘সবচেয়ে নিরহংকারী সুপারস্টার’।

 

View this post on Instagram

 

A post shared by Viral Bhayani (@viralbhayani)

তবে নেটিজেনদের একাংশ বলিউড সুপারস্টারের এই ব্যবহার দেখে মুগ্ধ হয়ে গেলেও, অনেকে তাঁকে কটাক্ষ করতেও কিন্তু ছাড়েননি। কয়েকজন আবার এও বলেন যে, বলিউডে এই বয়কটের মরসুমে সব অহংকার ভুলে দর্শকদের মন জয় করার জন্য এই কাজ করেছেন ঋত্বিক।

ঋত্বিকের কাজের দিক থেকে বলা হলে, সম্প্রতি মুক্তি পেয়েছে অভিনেতার আগামী ছবি ‘বিক্রম বেধা’। একই নামের সাউথের সুপারহিট ছবির হিন্দি রিমেক এটি। পুষ্কর এবং গায়ত্রী পরিচালিত এই ছবিতে ঋত্বিকের সঙ্গেই অভিনয় করেছেন আর বলি সুপারস্টার সইফ আলি খান। এছাড়াও রয়েছেন রাধিকা আপ্তে, রোহিত সরাফ এবং সত্যদীপ মিশ্র। আগামী ৩০ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এই ছবি।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥