• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

ছবির অর্ধেক বাজেট তারকাদের পকেটেই! Vikram Vedha’র জন্য প্রায় ১০০ কোটি নিচ্ছেন ঋত্বিক রোশন

সম্প্রতি প্রকাশ্যে এসেছে ঋত্বিক রোশন (Hrithik Roshan), সইফ আলি খান (Saif Ali Khan) অভিনীত ‘বিক্রম বেধা’ (Vikram Vedha) ছবির টিজার। যা দেখে একেবারে মুগ্ধ হয়ে গিয়েছে নেটিজেনরা। তাঁদের একাংশের মতে, সাউথকে টেক্কা দেওয়ার মতো ছবি হতে চলেছে এটি। শুধু তাই নয়, এই ছবির হাত ধরেই বলিউডের সুদিন ফিরবে বলেই ভবিষ্যদ্বাণীও করেছেন অনেকে।

ঋত্বিক-সইফ অভিনীত এই ছবিটি একই নামের সাউথের ব্লকবাস্টার সিনেমার হিন্দি রিমেক। ছবিটির পরিচালনা করেছেন পুষ্কর এবং গায়ত্রী। ছবিতে বলিউডের দুই সুপারস্টার অভিনেতা ছাড়াও রয়েছেন রাধিকা আপ্তেও। এই ছবির জন্য আকাশছোঁয়া পারিশ্রমিকও (Fees) নিচ্ছেন বলিপাড়ার ‘গ্রিক গড’।

   

Hrithik Roshan in Vikram Vedha

এই মুহূর্তে সাফল্যের শীর্ষে রয়েছে ঋত্বিক। তাঁর শেষ সিনেমা ‘ওয়ার’ বক্স অফিসে সুপারহিট হয়েছিল। এবার ফের ‘বিক্রম বেধা’র হাত ধরে বড় পর্দায় কামব্যাক করতে চলেছেন তিনি। কাঁধে কাঁধ মিলিয়ে সইফ আলি খানের সঙ্গে লড়তে দেখা যাবে অভিনেতাকে।

তবে ‘বিক্রম বেধা’র জন্য প্রথম পছন্দ কিন্তু ঋত্বিক ছিলেন না। বরং নির্মাতারা সেই চরিত্রের জন্য ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খানকে নিতে চেয়েছিলেন। শুধু তাই নয় শোনা গিয়েছিল, অক্ষয় কুমারের কথাও ভাবা হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত অফার ঋত্বিকের কাছে যায়।

Hrithick Roshan

একটি নামী সংবাদমাধ্যমে এই বিষয়ে লেখা হয়েছে, ‘আমির খান প্রোজেক্ট থেকে সরে দাঁড়ানোর পর ছবির প্রস্তাব ঋত্বিকের কাছে যায়। কিন্তু এই সময় সুপারস্টার পারিশ্রমিক হিসেবে আরও বেশি টাকা চান। নির্মাতারাও রাজি হয়ে যান। শোনা গিয়েছে, এই ছবির জন্য ৮০ কোটি টাকার মোটা পারিশ্রমিক নিচ্ছেন’।

তবে এখানেই রয়েছে একটি টুইস্ট। জানা যাচ্ছে, ‘বিক্রম বেধা’ নির্মাতাদের সঙ্গে ‘প্রফিট শেয়ারিং মডেল’এ সই করেছেন ঋত্বিক। অর্থাৎ ছবিটি হিট হলে ৮০ কোটি টাকা পর্যন্ত পারিশ্রমিক পাবেন বলি অভিনেতা। কিন্তু ছবিটি যদি ‘লাল সিং চাড্ডা’ অথবা ‘রক্ষা বন্ধন’এর মতো ফ্লপ হয়, তাহলে সেই অঙ্ক ভুলে যেতে হবে ‘গ্রিক গড’কে।