• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

মাকে স্যাঁতস্যাঁতে দেওয়ালওয়ালা ভাড়া বাড়িতে রাখেন! মায়ের সঙ্গে ছবি পোস্ট করে বিপাকে হৃত্বিক

Published on:

হৃত্বিক রোশন,পিংকি রোশন,দেওয়াল,বলিউড,Hrithik roshan,pinky roshan,wall,Bollywood

শরতের রোদ ঝলমলে সকাল দেখলে মন ভালো হয়ে যায় না এমন মানুষ নেই। আর তারকাদের ব্যস্ত রোজনামচার মধ্যে এক টুকরো ছুটির সকাল পাওয়া মানে ভাগ্যের ব্যাপার। তেমনই বুধবার সকালটা বেশ আলস্যেই কাটিয়েছেন বলিউডের ‘গ্রীক গড’ হৃত্বিক রোশন। আড়মোড়া ভেঙে ব্রেকফাস্ট টেবিলে বসে অভিনেতার মা পিংকি রোশনের (Pinky Roshan) সঙ্গে একটি মিষ্টি ছবি পোস্ট করেন হৃত্বিক রোশন (Hrithik roshan)।

ছবিতে দেখা যাচ্ছে খোলা চুলে ব্যালকনিতে দাঁড়িয়ে সকালের বাতাস উপভোগ করছেন অভিনেতার মা। হৃত্বিক ও যে সবে মাত্র ঘুম থেকে উঠে এসেই বসেছেন তাও তার চেহারায় স্পষ্ট। এমন মিষ্টি ছবি শেয়ার করে হৃত্বিক লিখেছেন, ‘একটা প্রাতরাশ ডেট আমার মায়ের সঙ্গে। এটা একটা দারুণ সকাল। বুধবারেও পুরো রবিবার মনে হচ্ছে। যান এবার নিজের মাকে গিয়ে জড়িয়ে ধরুন।’

হৃত্বিক রোশন,পিংকি রোশন,দেওয়াল,বলিউড,Hrithik roshan,pinky roshan,wall,Bollywood

এই সুন্দর ছবি শেয়ার করা মাত্রই নেটিজেনদের নজরে পড়ে অভিনেতার বাড়ির দেওয়াল। অভিনেতার শেয়ার করা ছবিতে ধরা পড়েছে খসে পড়া পলেস্তারা যুক্ত, রংহীন সাদা একটি দেওয়াল। আর এই দেখেই নেটিজেনদের বক্তব্য, ‘যাক দেখে ভালো লাগল বড়লোকদের বাড়ির দেওয়ালেও নোনা ধরে’! আরেক জন বললেন, ‘হৃতিক না আমি বাড়ির দেওয়াল দেখছি’। আবার কেউ লিখেছেন, “বাড়ির এত খারাপ অবস্থা বলেই আপনি বাড়িতে বসে কোনো ছবি তোলেন না? ”

হৃত্বিক রোশন,পিংকি রোশন,দেওয়াল,বলিউড,Hrithik roshan,pinky roshan,wall,Bollywood

তবে এত জলঘোলার পর অবশেষে চুপ থাকেননি খোদ হৃত্বিক ও। তিনি সাফ লিখেছেন, ‘আপাতত ভাড়া বাড়িতে আছি, খুব শীঘ্রই নিজের বাড়িতে ফিরে যাব।’ বলাই বাহুল্য, যেই উচ্ছ্বাস নিয়ে বুধবার সকালে এই মিষ্টি ছবি পোস্ট করেছিলেন অভিনেতা তাতে কার্যত জল ঢেলে দিয়েছেন নেটিজেনদের একাংশ। নেটিজেনদের এই ব্যবহার দেখে বিখ্যাত রঙের ব্র‍্যান্ড খোদ ‘এশিয়ান পেইন্টস’ পেজ থেকে কমেন্টে টেনর ব্যবহার করে লেখা হয়েছে, ‘কারও দেওয়াল নিয়ে মজা করা মোটেও উচিত নয়।’

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥