• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

১০০০ কোটি পেরোবে Vikram Vedha! ১০০ দেশে একসঙ্গে রিলিজ হয়ে ব্লকবাস্টার হবে ঋত্বিক-সইফের ছবি

Updated on:

Vikram Vedha,Vikram Vedha worldwide release,Vikram Vedha release,bollywood,entertainment,বিক্রম বেধা,বিক্রম বেধা রিলিজ,বলিউড,বিনোদন

ঋত্বিক রোশন, সইফ আলি খান, রাধিকা আপ্তে অভিনীত ‘বিক্রম বেধা’ (Vikram Vedha) আগামী ৩০ সেপ্টেম্বর রিলিজ হবে। এই মুহূর্তে সেই ছবির প্রচারের শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। তবে মুক্তির আগেই বড় রেকর্ড তৈরি করতে চলেছে ঋত্বিক-সইফদের এই সিনেমা।

বলিউডের অন্দরের খবর, এই মেগা বাজেট ছবি শুধুমাত্র ভারতেই নয়, সারা বিশ্বের ১০০’টিরও বেশি দেশে মুক্তি পাবে। সেই সঙ্গেই এটি বলিউডের ইতিহাসের সবচেয়ে বড় ওপেনিং সিনেমা হতে চলেছে। শোনা গিয়েছে, ‘বিক্রম বেধা’ নির্মাতারা এই ছবিটি সারা বিশ্বে রিলিজ (Worldwide release) করাতে চাইছেন। আর ঠিক সেই কারণেই সেই বিষয়ে কোনও খামতি রাখতে চাইছেন না তাঁরা।

Vikram Vedha

একটি নামী সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গিয়েছে, ভারতের সঙ্গেই যুক্তরাজ্য, মধ্যপ্রাচ্য, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড-সহ বিশ্বের বেশ কিছু দেশে মুক্তি পাবে ‘বিক্রম বেধা’। ৩০ সেপ্টেম্বর একইসঙ্গে ভারতের সঙ্গেই এই সকল দেশে মুক্তি পাবে গায়ত্রী-পুষ্করের এই ছবি।

তবে সবচেয়ে বড় চমকের বিষয় হল, শুধুমাত্র যুক্তরাজ্য, নিউজিল্যান্ডের মতো দেশগুলিই নয়, রাশিয়া, জাপান, ইজরায়েলের মতো দেশ, যেখানে ভারতীয় সিনেমা সেভাবে দেখানো হয় না, সেই সকল দেশেও ‘বিক্রম বেধা’ মুক্তি পাবে।

Hrithik Roshan in Vikram Vedha

ঋত্বিক-সইফের ছবির নির্মাতারা চান, নিজেদের ছবির মাধ্যমে সারা বিশ্বের মানুষের কাছে পৌঁছে যেতে। আর ঠিক সেই কারণেই এত বড় মাপে সারা বিশ্বে এই ছবি রিলিজ করাতে চলেছেন তাঁরা। ‘বিক্রম বেধা’র মেগা রিলিজ প্রসঙ্গে ওভারসিজ বিজনেস হেড ধ্রুব সিনহা বলেন, ‘বিক্রম বেধা একটি দুর্দান্ত সিনেমা। ছবির স্টারকাস্টও দারুণ। দর্শকদের থেকেও ভালো প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে। এসব দেখেই  নির্মাতারা সুনিশ্চিত করতে চাইছেন এই ছবি যেন বিশ্বের সবচেয়ে বেশি সংখ্যক দর্শকদের কাছে পৌঁছতে পারে’।

Saif Ali Khan in Vikram Vedha

গায়ত্রী-পুষ্করের এই সিনেমা চলতি বছরের সবচেয়ে প্রতীক্ষিত সিনেমাগুলির মধ্যে একটি। সাউথের একই নামের সুপারহিট সিনেমার হিন্দি রিমেক এটি। ছবির ট্রেলার দেখা দর্শকরা একেবারে মুগ্ধ হয়ে গিয়েছিলেন। এবার দেখার রিলিজের পরও তাঁদের দিক থেকে একইরকম প্রতিক্রিয়া পাওয়া যায় কিনা।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥