বলিউডের তারকাদের নিয়ে চর্চার অন্ত নেই! প্রিয় তারকাদের হাঁড়ির খবর থেকে শুরু করে তারকাদের মধ্যেকার সম্পর্ক অনেকেই আগ্রহী থাকেন। বলিউডের এমন অনেক তারকা রয়েছে যাদের সামনে বেশ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকলেও আসলে কিন্তু তাদের সম্পর্ক আধায় কাচঁকলায়। যেমন বলিউডের প্রথম সারির দুই তারকা সালমান খান (Salman Khan) ও হৃত্বিক রোশন (Hrithik Roshan)। দুজনের মধ্যেকার সম্পর্ক কিন্তু আসলে খুব একটা ভালো নয়।
পর্দায় বা পার্টিতে দুজনের সম্পর্ক বেশ বন্ধুত্বপূর্ণ মনে হলেও দুজনের মধ্যে তিক্ততা রয়েছে। স্টারকিড হিসাবে ২০০০ সালে বাবা রাকেশ রোশনের ছবি ‘কাহো না প্যার হে’ ছবিতে প্রথম আত্মপ্রকাশ করেন হৃত্বিক রোশন। প্রথম ছবিই সুপারহিট। দুর্দান্ত অভিনয়, আকর্ষণীয় চেহারা আর সাথে সুপার লুকস সব মিলিয়ে দর্শকদের মন কেড়ে নিয়েছিলেন অভিনেতা। কিন্তু সালমান খান মোটেও সহ্য করতে পারেন না সালমান খান।
বিটাউনে হৃত্বিক রোশনকে অপদস্ত করার সুযোগ মোটেও হাত ছাড়া করেন না ভাইজান। এমনকি একবার এক ছবির প্রচারের সময় সকলের সামনেই হৃত্বিককে কটাক্ষ করতে শুরু করেন। প্রকাশ্যে একগাদা লোকের সামনে সালমান ২০১০ সালের হৃত্বিক অভিনীত ‘গুজারিশ’ ছবির প্রসঙ্গ তোলেন। আর বলেন, ‘ওই ছবিটার সময় হলে মাছি উড়ে বেড়াচ্ছিল, তবে কোনো মশা দেখতে যায়নি, আর কোনো কুকুরও যায়নি’।
এখানেই শেষ নয়! একা সালমান খান নয়, ভাই সোহেল খানও এরপরে একবার হৃত্বিককে কটাক্ষ করেছিলেন সকলের সামনে। ২০১৬ সালে ‘ফ্রিকি আলী’ ছবির রিলিজের আগে ঘটেছিল এই ঘটনা। ফ্রিকি আলী ছবিতে অভিনয় করেছিলেন নাওয়াজ উদ্দিন সিদ্দিকী, যার পরিচালক ছিলেন সোহেল নিজেই। তিনি বলেন, নাওয়াজ ভাই আর তিন বছর পরিশ্রম করলেই হৃত্বিক যা করে তা করতে পারবেন। কিন্তু হৃত্বিক আগামী ১০ বছর কাজ করলেও নাওয়াজ এর মত করতে পারবেন না’।
ভাইজানের পরিবারের থেকে এমন অপমানজনক কথা শোনার পর কিন্তু যোগ্য জবাব দিয়েছেন হৃত্বিক। অভিনেতা জানান, আমি সালমান খানকে সর্বদা একজন ভালোমানুষ বলেই মনে করেছি। যাকে দেখে আমি প্রশংসা করে এসেছি আর আজও করি। তিনি আমার কাছে একজন নায়ক ছিলেন আর থাকবেন। তবে কারোর বক্স অফিস কালেকশন না থাকলে তাকে নিয়ে হাসি ঠাট্টা করাটা কোনো বীরত্বের কাজ নয়। আমার মনে হয় না অভিনেতাদের এমন অহংকারী হওয়া উচিত। আপনি যখন সফল হন তখন আপনাকে আরও সুহৃদয়ের ব্যক্তি হয়ে উঠতে হবে তবেই আগামী দিনে মানুষের ভালোবাসা পেতে পারবেন।