• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

মানবিক হৃত্বিক রোশন! নিজের বিরল গ্রুপের রক্ত দান করে অসংখ্য প্রাণ বাঁচিয়ে প্রশংসা কোড়ালেন অভিনেতা

Published on:

hrithik roshan,donated blood,bollywood,blood donation,হৃত্বিক রোশান,বলিউড,রক্তদান

নামেই তিনি বলিউডের গ্রীক গড। আর এবার তো একেবারে ভগবানের অবতারেই আবির্ভূত হলেন অভিনেতা হৃত্বিক রোশন (Hrithik Roshan)। যেই গ্রুপের রক্তের অভাবে মানুষ মরে যায়, সেই রক্তের অধিকারী অভিনেতা৷ কিন্তু আমরা জানি, রক্ত দান মহৎ দান। এবার নিজের বিরল গ্রুপের রক্ত দান করেই নেটপাড়ায় প্রশংসা কোড়ালেন অভিনেতা। রক্তদান যে স্বাস্থ্যের পক্ষেও উপকারী সেকথা জানিয়ে তার মতোই সকলকে রক্তদানে উৎসাহও দিয়েছেন হৃত্বিক।

রক্ত দিয়ে সোশ্যাল মিডিয়ায় সেই ছবি শেয়ার করেছেন হৃত্বিক। ছবিতে দেখা যাচ্ছে হাসপাতালের বেডে আধশোয়া অবস্থায় শুয়ে রয়েছেন হৃত্বিক। তার হাতে চ্যানেল করে রক্ত নেওয়া হচ্ছে। পাশে দাঁড়িয়ে চিকিৎসক। রক্ত দিতে দিতে হাতে ভিক্টরি সাইন দেখিয়েছেন হৃত্বিক।

hrithik roshan,donated blood,bollywood,blood donation,হৃত্বিক রোশান,বলিউড,রক্তদান

আসলে হৃত্বিক রোশনের রক্তের গ্রুপ হল বি নেগেটিভ। আমরা সকলেই জানি এই গ্রুপের রক্ত খুবই বিরল। অনেক সময়ই বিভিন্ন হাসপাতালে B- রক্তের ঘাটতি ও দেখা যায়। ঠিক সেই কারণেই রক্তদান করার সিদ্ধান্ত নেন হৃতিক। রক্ত দেওয়ার ছবি শেয়ার করে হৃত্বিক ক্যাপশনে লিখেছেন, ‘আমাকে বলা হয়েছিল যে আমার রক্তের গ্রুপ বি নেগেটিভ খুব বিরল। হাসপাতালে অনেক সময়েই এই গ্রুপের রক্ত পাওয়া যায় না।’

hrithik roshan,donated blood,bollywood,blood donation,হৃত্বিক রোশান,বলিউড,রক্তদান

মুম্বইয়ের বিখ্যাত কোকিলাবেন হাসপাতালেই এই মহান কাজ সম্পন্ন করেছেন অভিনেতা। অভিনেতার এই উদার এবং মানবিক রূপের প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা। এমনকি ছেলের কাজে গর্বে বুক ফুলিয়েছেন হৃত্বিকের বাবা রাকেশ রোশনও।

hrithik roshan,donated blood,bollywood,blood donation,হৃত্বিক রোশান,বলিউড,রক্তদান

এই মুহুর্তে হৃত্বিক রোশন খবরে রয়েছেন তার ব্যক্তিগত জীবনের কারণেও। সাবা আজাদের সঙ্গে চুটিয়ে এই মুহুর্তে প্রেম করছেন গ্রীক গড। আজকাল বিভিন্ন জায়গায় ডেটেও যাচ্ছেন জুটিতে।

 

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥