বলিউডের (Bollywood) নতুন ‘লাভ বার্ডস’ হলেন ঋত্বিক রোশন (Hrithik Roshan) এবং সাবা আজাদ (Saba Azad)। গত বছর থেকেই চর্চায় রয়েছে তাঁদের প্রেম। বয়সে অনেকটাই ছোট সাবার সঙ্গে প্রেম করা নিয়ে কম কটাক্ষ শুনতে হয়নি পর্দার ‘কৃষ’কে। যদিও সেসব কটাক্ষকে বিশেষ পাত্তা দেন না তাঁরা। নিন্দুকদের মুখে ঝামা ঘষে খুল্লমখুল্লা প্রেম করছেন দুই তারকা।
সম্প্রতি ঋত্বিক এবং সাবারই একটি ভিডিও তুমুল ভাইরাল (Viral) হয়েছে, যা দেখে রীতিমতো ছিছিক্কার পড়ে গিয়েছে নেটপাড়ায়। অল্প বয়সী প্রেমিকার সঙ্গে রাস্তার মধ্যেই ‘অন্তরঙ্গ’ হওয়ায় ঋত্বিককে একহাত নিয়েছেন অনেকে। কেউ কেউ আবার আঙুল তুলেছেন সাবার দিকেও। যদিও দুই তারকার অনুরাগীরা আবার সেই ভিডিও (Video) দেখে কিন্তু বেশ খুশিই হয়েছেন।
গত বছর একটি রেস্টুরেন্টে ঋত্বিক এবং সাবাকে প্রথমবার একসঙ্গে ডিনার করতে দেখা গিয়েছিল। তখন থেকে শুরু হয় তাঁদের প্রেমের গুঞ্জন। যদিও তখন এই বিষয়ে মুখ খোলেননি কেউ। কিন্তু আস্তে আস্তে নিজেদের সম্পর্কের বিষয়ে সকলকে জানান তাঁরা। এখন তো প্রায়ই দু’জনকে একসঙ্গে দেখা যায়। শোনা যায়, ইতিমধ্যেই রোশন পরিবারের নয়নের মণি হয়ে গিয়েছেন সাবা।
সম্প্রতি বি টাউনের এই ‘লাভ বার্ডস’কে একসঙ্গে বিমানবন্দরে দেখা গিয়েছে। এই বিমানবন্দর থেকেই তাঁদের একটি ভিডিও তুমুল ভাইরাল হয়েছে নেটপাড়ায়। সেখানে দেখা যাচ্ছে, গাড়ি থেকে নামার সময় প্রেমিকার ঠোঁটে চুম্বন করছেন ঋত্বিক। দরজা খোলা থাকায় সম্পূর্ণ দৃশ্যটি পাপারাৎজিদের ক্যামেরাবন্দি হতে বেশি সময় নেয়নি।
ঋত্বিক-সাবার চুম্বনের এই ভিডিও ভাইরাল হতেই নেটিজেনরা এক এক করে নিজেদের মতামত জানাতে শুরু করে দিয়েছেন। কেউ বলছেন, এখনই দুই তারকার বিয়ে করে নেওয়া উচিত। কেউ আবার বলছেন, শালীনতা ভঙ্গ করেছেন দু’জনে।
View this post on Instagram
প্রসঙ্গত উল্লেখ্য, ঋত্বিক নাকি সাবার সঙ্গে নিজের সম্পর্ক নিয়ে প্রচণ্ড সিরিয়াস। অভিনেতার দুই ছেলে এবং প্রাক্তন স্ত্রী সুজান খানের সঙ্গেও সাবার সম্পর্ক দারুণ। ‘কৃষ’ অভিনেতা নাকি ইতিমধ্যেই দ্বিতীয় বিয়ে নিয়ে ভাবনাচিন্তাও শুরু করে দিয়েছেন। এবার দেখা যাক, রোশন পরিবারে ফের বিয়ের সানাই কবে বাজে।