• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

খুল্লম খুল্লা প্রেম করছেন ঋত্বিক-সাবা, শীঘ্রই সাত পাক ঘুরতে চলেছেন! ভাইরাল রোম্যান্টিক ভিডিও

বলিউডের ‘গ্রিক গড’ বলা হয় তাঁকে। সেই ঋত্বিক রোশনকে (Hrithik Roshan) দেখে মন গলেনি এমন মেয়ে খুঁজে পাওয়া দায়। এখন বলিপাড়ার অন্যতম সুদর্শন সেই অভিনেতাই একেবারে খুল্লম খুল্লা প্রেম করছেন অভিনেত্রী সাবা আজাদের (Saba Azad) সঙ্গে। মাঝেমধ্যেই একসঙ্গে দেখতে পাওয়া যায় দু’জনকে। তবে এবার শোনা যাচ্ছে, শীঘ্রই সাত পাক ঘুরতে চলেছেন এই তারকা জুটি।

হ্যাঁ, ঠিকই শুনছেন। সুজান খানের সঙ্গে বিচ্ছেদের পর বেশ কয়েকটি সম্পর্কে জড়িয়েছিলেন ঋত্বিক। তবে টেকেনি একটিও প্রেম। তবে এবার মনে হচ্ছে, সাবার সঙ্গে প্রেম জমে উঠেছে অভিনেতার। প্রায়ই দু’জনকে একসঙ্গে দেখা যায়। এমনকি রোশন পরিবারের সঙ্গেও ভালো সম্পর্ক সাবার। সম্প্রতি যেমন নেট দুনিয়ায় এই তারকা জুটির একটি রোম্যান্টিক ভিডিও ভাইরাল হয়েছে। যা দেখে ভালোবাসায় ভরিয়ে দিয়েছে নেটিজেনরা।

   

Hrithik Roshan and Saba Azad seen holding hands at Mumbai airport

সম্প্রতি ঋত্বিক এবং সাবাকে মুম্বই বিমানবন্দরে দেখা গিয়েছে। শোনা যাচ্ছে, লন্ডন থেকে ছুটি কাটিয়ে ফিরলেন তাঁরা। দেশে ফেরার পরই এই তারকা জুটিকে ক্যামেরা বন্দি করেছে মুম্বইয়ের ছবিশিকারীরা। সেই ভিডিওয় দেখা যাচ্ছে, একে অপরের হাত ধরে রয়েছেন ঋত্বিক-সাবা। অপরদিকে প্রেমিকের দিক থেকে চোখই সরাতে পারছেন না অভিনেত্রী। তাঁদের মধ্যেকার ভালোবাসা বেশ ভালোই ধরা পড়েছে সেই ভিডিওয়।

Hrithik Roshan and Saba Azad seen holding hands at Mumbai airport

শনিবার রাতে বিদেশ থেকে ফিরেছেন বলিউডের এই ট্রেন্ডিং কাপল। সেই সময় তাঁদের সঙ্গে অভিনেতার ছেলে ঋহান, মা পিঙ্কি রোশন এবং বোন সুনয়না রোশনও ছিলেন। তবে সকলের মাঝে নজর কেড়েছে ঋত্বিক-সাবার রসায়ন। আর এরপর থেকেই তাঁদের বিয়ের গুঞ্জনও শোনা যাচ্ছে।

 

View this post on Instagram

 

A post shared by Viral Bhayani (@viralbhayani)

ঋত্বিক এবং সাবা একসঙ্গে ডিনার ডেটে যাওয়ার পর থেকে তাঁদের প্রেমের গুঞ্জন শুরু হয়েছিল। চলতি বছর ফেব্রুয়ারি মাসে একসঙ্গে প্রথম দেখা যায় তাঁদের। এরপর রোশন পরিবারের সঙ্গে অভিনেত্রীর ওঠাবসা নজর কাড়তে থাকে নেটিজেনদের।

বলিউড সুপারস্টারের কাকা বাজেশ রোশন একবার ‘ফ্যামিলি ফটো’ শেয়ার করেছিলেন, সেই সময় রোশন পরিবারের বাকি সদস্যদের সঙ্গে ছবিতে সাবার উজ্জ্বল উপস্থিতি নজর কাড়ে অনুরাগীদের। এরপর অবশ্য নিজেদের সম্পর্কের কথা স্বীকার করে নেন দু’জনে। আর এখন তো একেবারে খুল্লম খুল্লা প্রেম করছেন ঋত্বিক-সাবা। এবার দেখার, সত্যিই এই প্রেম বিয়ের পিঁড়ি পর্যন্ত গড়ায় কিনা।