• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

প্রেম দিবসের আগেই হৃত্বিকের জীবনে নতুন প্রেমিকা! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও

ভ্যালেন্টাইনসডের আগেই সুখবর! প্রেম করছেন হৃত্বিক রোশন। দীর্ঘদিনের একাকীত্বের খরা কাটিয়ে অবশেষে গ্রীক গড হৃত্বিকের জীবনে এল নতুন প্রেমিকা। এমনিতে বেশ কিছুদিন ধরেই চারদিকে কানাঘুঁষো শোনা যাচ্ছিল নতুন করে প্রেমে পড়েছেন এই হ্যান্ডসাম নায়ক। এবার পাপারাৎজির ফটো শিকারিদের দৌলতে ক্যামেরায় ধরা পড়লেন হৃত্বিকের রহস্যময়ী নতুন প্রেমিকা।

সম্প্রতি মুম্বাইয়ের একটি রেস্টুরেন্ট থেকে হাতে হাত ধরে বের হতে দেখা যায় এই যুগলকে। তবে কালো মাস্কে মুখ ঢাকা থাকায় আদতে বোঝা যায়নি কে এই রহস্যময়ী তরুণী। এই খবর প্রকাশ্যে আসতেই হৃত্বিকের প্রেমিকার আসল পরিচয় জানতে উৎসাহী হয়ে পড়েছেন অনুরাগীরা। বরাবরই নিজের ব্যক্তিগত জীবন প্রচারের আলোর বাইরে রাখতেই ভালোবাসেন হৃত্বিক।

   

Hrithik Roshan হৃত্বিক রোশন
তাই এবিষয়ে এখনও পর্যন্ত মুখ খোলেননি অভিনেতা। তবে জানা যাচ্ছে এদিনের ওই ভিডিওতে হৃত্বিকের হাত ধরে বেরিয়ে আসা ওই তরুনী আসলে সাবা আজাদ। বহুমুখী প্রতিভার অধিকারী সাবার আসল পরিচয় হয়তো অনেকেই জানেন না। উল্লেখ্য বিনোদন জগতের পরিচিত মুখ সাবা আজাদের আসল নাম সাবা সিং গ্রেওয়াল। পেশাগত দিকে দিয়ে সাবা একজন মডেল, সিঙ্গার ও অভিনেতা।

Hrithik Roshan,হৃত্বিক রোশন,Saba Azad,সাবা আজাদ,Viral Video,ভাইরাল ভিডিও,Social Media,সোশ্যাল মিডিয়া

২০০৮ সালে বলিউডে হাতেখড়ি হয় তার। ‘দিল কবাডি’ সিনেমার পর সাবা ২০১১ সালে অভিনয় করেছেন ‘মুঝসে ফ্রেন্ডশিপ করোগে’ সিনেমাতে। এছাড়া ২০২১ সালে তাকে দেখা গিয়েছে ‘ফিলস নেটফ্লিক্সের ওয়েব সিরিজ ‘ফিলস লাইক ইশক’ -এ। আর সম্প্রতি তিনি ভারতের মহাকাশ অভিযানের দুই প্রাণ পুরষ ড. হোমি জে ভাবা এবং বিক্রম সারাভাইকে নিয়ে তৈরি সোনি লিভ-এর ওয়েব সিরিজ ‘রকেট বয়েজ’ ওয়েব সিরিজেও অভিনয় করেছেন।

Hrithik Roshan,হৃত্বিক রোশন,Saba Azad,সাবা আজাদ,Viral Video,ভাইরাল ভিডিও,Social Media,সোশ্যাল মিডিয়া
মিডিয়া রিপোর্ট অনুযায়ী খবর নাসিরুদ্দিন শাহ এবং রত্না পাঠকের ছেলে ইমাদ শাহের সাথে একসময় সম্পর্কে ছিলেন সাবা। সেই সম্পর্ক প্রেম ভেঙে গেছে। বর্তমানে হৃত্বিকের সাথে সম্পর্কে রয়েছেন এই তরুণ অভিনেত্রী। তবে তাদের এই সম্পর্কের এই সূত্রপাত কীভাবে তা জানা গেলেও, হৃত্বিকের এক ঘনিষ্ঠ সূত্রের তরফে জানানো হয়েছে সম্প্রতি একসাথে গোয়ায় ছুটি কাটাতে গিয়েছিলেন এই জুটি। তখন থেকেই নাকি তাদের মধ্যে নাকি ‘বিশেষ সম্পর্ক’ তৈরি হয়।

 

View this post on Instagram

 

A post shared by Varinder Chawla (@varindertchawla)

site